শনিবার, ১২ জুন, ২০২১

সত্য বাতি জ্বালাও যদি

সত্য বাতি জ্বালাও যদি
তবেই হবে উজালা,
নীল আকাশের গায়ে কালো
যতোই থাকুক মেঘমালা ।

সত্য বাতি....

হক বাতিলের সেই লড়াই
এসেগেছে সামনে আই
আল্লাহ পাকের ইশারায়
আছি মোরা সেই ছায়ায় ।

সত্য বাতি.....

চলবে শুধু তাহার হুকুম আর কাহারো নয়
দুনিয়াদারি কার্ফ জারি যতোই করো হায়,
উড়বে শুধু পতাকা কালেমার
চলবে আইন শুধু সেই বিধাতার ।
সত্য বাতি.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন