শনিবার, ১২ জুন, ২০২১

জীবনের প্রতিটি খাতা খুলে দেখো

জীবনের প্রতিটি খাতা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়

জীবনের প্রতিটি খাতা খুলে দেখো
খুলে দেখো আছে কতো পাপ । 2
হবেই যখন পাপ পূর্নের বিচার    2
থাকতে সময় চেয়ে নাও মাফ।

চলা বলার পথে ভুল হয়ে যায়
যদি ভুল বোঝার পরে ক্ষমা চাওয়া যায়
তবে হবেই জীবন ধন‍্য আমার তোমার    2
মনের যত গিলানী করো সাফ।

রহমানের ক্ষমার দরজা খোলা ততক্ষন
যতক্ষন থাকবে আমাদের পাপ
ওগো দয়াময় তুমি অতি দয়াময়
চাই তাই তোমার কাছে সব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন