শনিবার, ১২ জুন, ২০২১

গান করো ভাই গান করো

গান করো ভাই গান করো
তরিকুল ইসলাম খালাসী
  মধ্যবেনা,বাদুড়িয়া

গান করো ভাই-গান করো
মনের সুখে গান করো,
গান লেখো ভাই-গান লেখো,
মিষ্টি সুরে গান লেখো ।
গান ....
যে গানে শিক্ষা আছে,
যে গানের মানে আছে,
সেই গান বন্ধ কেন ?
ও ভাই সেই গান বন্ধ কেন ?
গান.....
গানে আছে বিপ্লব যদি গানের মতো হয়,
নাম কমাবার জন্যে হলে তবে বল নয় ।
ও ভাই নাম কমাবার জন্যে হলে তবে বল নয় ।
গানে গানে সুরে সুরে তোলো ভাই আওয়াজ,
গানে আছে বাদ প্রতিবাদ গড়া যাবে সমাজ
ও ভাই গড়া যাবে সমাজ ।
গান.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন