শিক্ষার ওপর কেন অত্যাচার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
শিক্ষার ওপর কেন অত্যাচার,
শিক্ষার্থীদের উপর কেন অবিচার ?
যারা দেশের উপকারে দশের জন্য লড়ে,
ধ্বংস করছো কেন তাদের ভবিষ্যত ?
শিক্ষা সমাজের মেরুদন্ড,
শিক্ষা নৈতিকতার মানদন্ড ।
তাই ফিরে পেতে চাই আর দেরি নয় ।
শিক্ষা আমাদের ভবিষ্যত ।
চলছে সব কিছু নিয়ম মেনেই,
বন্ধ কেন স্কুল মাদ্রাসা দিনের পর দিনেই ।
দিন দিন মূর্খ... হচ্ছে প্রজন্ম,
আর নয় নিয়ে খেলা আমাদের ভবিষ্যত ।।
লেখার সময়:১২:২২
তারিখ: ১৪.০৬.২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন