হাতে যদি থাকে আলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া
হাতে যদি থাকে আলো
ঘুচে যাবে আঁধার কালো,
ভাই রে ও ভাই রে
ভাই রে ও ভাই রে ।
সময়ের সাথে চলো
জীবনটা বদলে ফেলো,
থেকো না আর আঁধারে
ও ভাই রে,ভাই রে ।
যেনে বুঝে কথা বলো
কথা মতো চলাই ভালো,
তা যে না হলে- জীবন ঝরবে অকাতরে ।
ও ভাই রে,ভাই রে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন