শনিবার, ১২ জুন, ২০২১

কাদের ভয়ে তৈরি হলো

কাদের ভয়ে তৈরি হলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

কাদের ভয়ে তৈরি হলো সিন্দুকেরি তালা,
নয় জানোয়ার নয় পশু নয় মানুষ অনেক ভালা ।
যারে তুমি করলে বিশ্বাস সেই তো ক্ষতি করে,
বন্ধু রূপের শত্রুরাই ঘাড়ে চুরি মারে ।
এই দুনিয়ায় চলার পথে দেখো কেমন জ্বালা,
নয় জানোয়ার নয় পশু নয় মানুষ অনেক ভালা ।

কার ভয়তে করছো তুমি গোড়েছো এত কিছু,
এই দুনিয়ার মোহে তুমি ঘুরছো পিছু পিছু ।
সময়টা রে ধ্বংস করে নিচ্ছে সবই কেড়ে,
আর কতদিন অন্ধ হয়ে থাকবে এমন করে ।
শোনার মত থাকতে দু কান তবু কেন কালা,
নয় জানোয়ার নয় পশু নয় মানুষ অনেক ভালা ।।

মনের মাঝে গিলটি করে রাখলে কি আর হবে,
মনকে সাফাই করো তুমি মরন কথা ভেবে ।
ভালোবাসার সুতোয় তুমি নাও সাথে নাও গেঁথে,
জীবন পথে চলতে তোমার সহজ যেন হয় জেতে ।
সপ্ন ভাঙ্গার পথে তোমার যদি না হয় আর চলা,
সব কিছুকেই সহজ হবে সময় পাবে মেলা ।।

লেখার সময়:১১:৪৪
তারিখ:৬ জুন, ২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন