পথও শিশু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
পথও শিশু পথে ঘোরে
হাজারো দুঃখ নিয়ে,
সুন্দর জীবন পাই না তারা
এই দুনিয়ায়ে ।
কারা ওদের বাবা ও মা খোঁজ তো নাহি মেলে,
কিভাবে ওরা জীবন কাটায় কিভাবে দিন চলে!
কেবা নেবে খোঁজ তাদের
কেবা দেবে খাবার,
ওদেরও তো বেঁচে থাকার
আছে অধিকার।
এমন কে আছো অনাহারের দিকে... মিষ্টি চোখে তাকাবার,
দুঃখ কষ্টের সাথী হয়ে... হবে তুমি মতো বাবার ।
হাজারো সন্তান ফুলেরও বাগান
অবহেলায় হয়ে যায় ছারখার,
রক্ত মাংসের মাসুম শিশুর
মূল্য দিও কান্নার ।।
লেখার সময় :2:30pm
তারিখ: 11.06.2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন