বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

অন্তরঙ্গ বন্ধু

     অন্তরঙ্গ বন্ধু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া

সুখ দুঃখের মাঝে যারা
হাসতে পারে,
অন্তরঙ্গ বন্ধু করো
তুমি তারে ।

তুমি যদি কাঁদো তার
দুঃখ থেকে দুঃখ নিয়ে,
বন্ধু তোমার সঙ্গী হবে
দেখবে জীবন দিয়ে।

জীবনকে সাঁজাও তুমি
অমূল‍্য সম্পদ দিয়ে,
তবেই তুমি পাবে প্রেম
প্রেমের বিনিময়ে।
       ----------
লেখা: ২৫শে অক্টোবর ২০২০
সময়: ১:৩৮pm

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন