শনিবার, ১২ জুন, ২০২১

তুমি যে ধনী দেখো না ফিরে


তুমি যে ধনী দেখো না ফিরে
তরিকুল ইসলাম খালাসী
     মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি যে ধনী দেখো না ফিরে
গরিব অসহায়ের
যার কারণে ধনী তুমি
জনম জনমের ।

যার কারনে তুমি ওই
গড়েছো ধনের পাহাড়
আপন করে নিলে না তার
বরং খেলে চিবিয়ে হাড় ।

জবাব তোমায় দিতে হবে
আসছে সে সময়
আমি শ্রমিক মনে রেখো
আর করি না ভয়।

ভয় ভেঙ্গেছে আজকে আমার
তোমাদের ওই কারনে
মরণ কামড় দেবো এবার
যেন রাখো মনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন