শনিবার, ১২ জুন, ২০২১

গড়ে উঠুক সম্প্রীতি

       গড়ে উঠুক সম্প্রীতি
     তরিকুল ইসলাম খালাসী
          মধ্যবেনা,বাদুড়িয়া

নয় মোদের পরিচয় হিন্দু আর মুসলিম
কিংবা অন্য জাতি
জাত উপজাতের বিভেদ ভেঙ্গে
গড়ে উঠুক সম্প্রীতি
---------------------     ------  ---------  /--------
পরিচয় নয়তো মোদের শুধুই মানুষ
মোরা  উন্নত এক সৃষ্টির উপমা
কেমন করে হয় বিবেক হীন মানুষ
পশুদের সাথেও হয় না তুলনা
সব কিছু পরে থাক
দুর হক মুছে যাক
এ সমাজে আছে যত দুর্নীতি
এসো গড়ে তুলে একটা জাতি
---------------------------   ---------    -------  -----
আর চাইনা রক্তের হলি খেলা
থাকতে বেলা হই নিষ্পাপ
এখনই  শুরু হোক পথের চলা
আগেই যাবো মোরা একধাপ
সব কিছু পরে থাক
দূর হোক মুছে যাক
এই সমাজে আছে যত ভ্রান্তি
এস গড়ে তুলি একটা জাতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন