শনিবার, ১২ জুন, ২০২১

তুমি সত্যের পথে

            তুমি সত্যের পথে (গান)
       তরিকুল ইসলাম খালাসী
           মধ্যবেনা,বাদুড়িয়া

তুমি সত্যের পথে
পতাকা উড়িয়ে দাও
বিজয় হবে তোমার,
বিজয় হবেই তোমার ।

তুমি সামনে যাও
বুঝিয়ে কও কথাগুলো
বোঝার যারা বুঝেই যাবে,তাদের তুমি সঙ্গী পাবে
ভুলবে মনের ব্যথা গুলো ।

তুমি সব কিছুকেই ভাবো দামী
পুষ্পের মত করে সাজাও ভূমি
সফল হবে জীবন তোমার,
যদি হও তুমি সত্যকামী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন