শনিবার, ১২ জুন, ২০২১

শিক্ষিত তারিই বলে

শিক্ষিত তারিই বলে(গান)
তরিকুল ইসলাম খালাসী
মধ‍্যবেনা,বাদুড়িয়া

শিক্ষিত কারে কয় তুমি কি জানো না
ডিগ্রী থাকলেও শিক্ষিত হয় না
শিক্ষিত তারিই বলে যারা মানুষকে মানুষ বলে,
কোনো দিনও ওদেরকে যাতাকলে পেশে না ।

ডিগ্রী থাকলেও শিক্ষিত হয় না ।

স্কুল মাস্টার ডাক্তার ইংজিনিয়ার
সবাই তো কাজ করে মানবতার
কাজের ফাকেই যারা ঘুষ খায়
তবে মানবতা থাকে কোথায় ?

ডিগ্রী থাকলেও শিক্ষিত হয় না ।

কামার কুমার বাস কন্ট্রাকটার
তোমার প্রয়োজনে ওরাই লেভার,
সময় মতো তুমি দাওনা আনা
ওদেরকে কেনো খোজ রাখো না ?

ডিগ্রী থাকলেও শিক্ষিত হয় না ।

লেখা.. 07/08/19

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন