পরিচয় হোক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
তুমি হিন্দু, আমি মুসালমান
তুমি জৈন, আমি খ্রীস্টান । ৩ বার
যে যায় হোক না কেন ২ বার
মোরা আদম সন্তান ।
তুমি হিন্দু......।
মুছে যাক হিংসা ভেদাভেদ
মুছে যাক জাতির বিভেদ । ২ বার
মানুষের পরিচয় হোক মানুষ বলে, ২ বার
বন্ধ হোক রক্তের ফুরাত ।
তুমি হিন্দু.......
তোমার পূজো আমার নামাজ
এক প্রভুর হোক সব গুনগান । ৩ বার
সবই সেই স্রষ্টার দান
মোরা আদম সন্তান ।
তুমি হিন্দু......।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন