শনিবার, ১২ জুন, ২০২১

তোমার নামে আমি গান গাই প্রভু


তোমার নামে আমি গান গাই প্রভু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমার নামে আমি গান গাই প্রভু
তোমার নামে গান গাই
তোমার নামে আমি গান গাই প্রভু
তোমার নামে গান গাই ।

তুমি দিয়েছো বাতাস দিয়েছো আলো
মোদের রেখেছো ভালো ।
জয় পরাজয় জীবনেতে হয়
দিয়েছো মোদের তাই জ্ঞানের আলো ।

সৃষ্টির শ্রেষ্ঠ তুমি করেছো মোদের
আর দিয়েছো সম্মান,
চলার পথে পদে পদে আমি করি ভুল
তাও করোনি অপমান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন