বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

আমাকে মরতেই হবে যখন

           আমাকে মরতেই হবে যখন (গান)
          মোঃ তরিকুল ইসলাম খালাসী
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

আমাকে মরতেই হবে যখন
তবে কেন মৃত‍্যুকে করবো ভয় ।
মৃত‍্যুকে হাসি মুখে মেনে নিয়েই
দুনিয়াকে করবো পরাজয় ।।

লক্ষ‍্য মানুষ দুনিয়াতে
পাইনা নিজের অধিকার,
তাদের প্রতি মানুষেরাই
করে আজ অবিচার ।।

মুক্তি সেদিন পাবে তারাই
যারা আজ সত‍্যের পথে লড়ে যায়,
মৃত‍্যুকে হাসি মুখে মেনে নিয়েই
দুনিয়াকে করবো পরাজয় ।।

মৃত‍্যু দেখে যতই পালাই
আমাকে ধরে ফেলবেই
থাকতে থাকতে নাও গুঁছিয়ে
সময় নষ্ট হওয়ার আগেই ।।

দিনে শত বার স্মরণ রেখে
যদি সত‍্যের পথে চলা যায়,
মৃত‍্যুকে হাসি মুখে মেনে নিয়েই
দুনিয়াকে করবো পরাজয় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন