শনিবার, ১২ জুন, ২০২১

আল্লাহর পথে

        আল্লাহর পথে
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া

আল্লাহর পথে
জীবন সুপে দাও
রাসুলের দলে তুমি
শরিহও ।

ফুলের মত তুমি সুভাষ ছড়াও
আবু বকরের মত সাথী হও ।
সাথী হও সাথী হও বিলালের মত, তুমি সাথী হও সাথী হও হামজার মত
ওমরের মত করো বিশ্বজয়।

যারা এই পথ বেছে নেবে
তাঁদেরি রক্ত যাবে না বৃথা ।
হয় গাজী না হয় শহীদ,
জান্নাতের বিনিময় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন