[সত্য কথা সত্যি হবে]
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া
সত্য কথা সত্যি হবে
আসছে সেই দিন,
থাকবে ঢাকা ওই পাপাচার-
আর কতদিন।(৩)
সত্য কথা সত্যি হবে....
আল্লাহ হলেন মস্ত বড় সূক্ষ্ম বিচারক,
তার বিচারে নাজাত পাবে(২)ওই সমস্ত লোক,
যারা আল্লাহর পথে থেকে সদাই (২)
কাটিয়েছে দিন । (৩)
সত্য কথা সত্যি হবে......
অন্যায় পথে যতুই থাকুক লক্ষ লোকের ঢল,
ন্যায়ের পথে থেকো সদাই-থাকো অবিচল।
জীবন বাজি থাকনা তবু(২)
নেইকো তাতে ভয়
ও ভাই নেইকো তাতে ভয়
সত্য হবেই জয়
ও ভাই সত্য হবেই জয় ।
সত্য কথা সত্যি হবে.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন