রবিবার, ২৭ জুন, ২০২১

ফাঁসির দড়ি

ফাঁসির দড়ি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

মমিন দেখো ফাঁসির দড়ি নিচ্ছে গলায় পরে,
এক আল্লার বিশ্বাস করে
জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।

মনে শুধু একটাই আশা হুকুম চলবে তার,
যার হুকুমে জ্বলবে আলো ঘুচবে অন্ধকার ।
মনের কথা ব্যক্ত করে...(২)তাই ফাঁসিতে ঝোলে,
এক আল্লার বিশ্বাস করে জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।

লক্ষ্য মায়ের ঝরছে সন্তান সত্য পথের উপর,
সুস্থ জীবন পাবে সবাই আশা মনের ভিতর ।
থাকবে না আর..(২) রাহাজানি এমন মনোবলে ।
এক আল্লার বিশ্বাস করে জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।

লেখার সময় : ৪:৫০ pm
তারিখ : ২৭.০৬.২০২১

শুক্রবার, ২৫ জুন, ২০২১

উপকার

উপকার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ডুবন্ত লোকের হাতটি ধরে
দাও না ডাঙ্গায় তুলে,
কষ্ট তোমার হলেও তুমি
যেওনা গো ফেলে ।

তাদের ওগো তোমার প্রতি
আস্তা অনেক আছে,
তাই তো ফিরে বারে বারে
তোমার কাছেই আসে ।

তাদের কষ্ট দেখে ওগো
কেমনে চুপ থাকবে তুমি,
একটু হাসি ওদের কাছে
লক্ষ্য করো অনেক দামি ।

খাস নিয়তে ওদের দিকে
দু হাত তুমি বাড়াও,
প্রশান্তি খুঁজে পাই আত্মা
তাই শান্তি পাও ।

দীর্ঘদিনের দীর্ঘ পথে
চলতে হবে তোমার,
একদিন জীবন শান্ত হবে
সেইদিন পাবেই উপকার ।

লেখার সময় :১২:১০ pm
তারিখ : ২৬.০৬.২০২১

বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

মন মাঝি

মন মাঝি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

মনকে সদা ব্যস্ত রাখো
মনে জমানো কাজে,
ভালো কিছু আর রেখোনা
গোপন মনের মাঝে ।

মনের জরে করো কাজ
সত্য কথা বলে,
মিথ্যার আশ্রয় নিয়ে তুমি
এমন কি আর পেলে ?

ধরাছোঁয়ার বাইরে আছো
তুমি সব কিছুকেই জেনে,
মন্দ কথায় সন্দেহ করে
কেন আনলে ক্ষতি টেনে !

হিংসা-বিদ্বেষ যা কিছু সব
মনে জমা হলে,
মন মাঝি কে বলো তুমি
দাও গো ঝেড়ে ফেলে ।

ধ্যুৎ ছাই আর তুচ্ছ করে
মনকে কষ্ট দিলে,
মনের কষ্টে মরবে তুমি
ভুগবে তিলে তিলে ।

জিন্দা মনে চিন্তা করে
এই দুনিয়া সাজাও,
শান্ত হয়ে মনের জরে
স্বপ্নের তরী বানাও ।।

লেখার সময় : ১১:১০am
তারিখ : ২৫.০৬.২০২১

বুধবার, ২৩ জুন, ২০২১

হায়রে সুখ

হায়রে সুখ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

হায়রে সুখি পাশেই দুঃখি
পড়লো না তোর চোখ,
এক হাসিতেই ওরা খুশি
তুই কেমনে ঘোরাস মুখ ?

তোর কারণে না খেয়ে ভাই
মরছে ওরা সুখিয়ে,
বাজার করে জাসরে কেমনে
ওদের সামনে দিয়ে ?

তোরাই আবার মাইক পেলে
ভাষণ ঝাড়িস মেলা,
সুযোগ মতো খেলিস তোরা
ওদের নিয়ে খেলা ।

দলবাজি আর লেঠেল করে
রেখেছিস তোরা ওদের,
বুঝবি কি করে কষ্ট কেমন
বাবা হারা মেয়ের ।

মরলো তা মরলোই ওরা
থাকবে বলে  সুখে,
তোদের জন্যই কাটছে দিন
ওদের দুঃখে দুঃখে ।

মানুষ তুই যে রক্ত চুষে
হয়েছিস পশুর মতো,
সময় আছে এখনো কাছে
দেখ না হয়ে নত ।

তোর কারণে বাঁচবে ওরা
থাকবে অনেক সুখে,
তোর হাসিতেই হাসবে দেখিস
থাকবে না জল চোখে ।।

এর থেকে কি চাইবি রে তুই
আর আছে বাকি,
চোখ বোজালে জানিস না তুই
সব কিছুই যে ফাকি!!

লেখার সময় : ৬:১০ am
তারিখ : ২৪.০৬.২০২১

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

অভিশাপ

অভিশাপ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমরা যারা বিবেক হারা
ওদের দিকে দেখো,
খাওয়া বিনে কাঁদছে শিশু
তবু কেমনে শুয়ে থাকো ।

কান্নার আওয়াজ শুনেও তুমি
দরজা দাওনি খুলে,
মানুষ তুমি নিষ্ঠুর হয়ে
কেমনে খাবার খেলে ।

লক্ষ্য লক্ষ্য পথশিশু
ধুঁকে ধুঁকে মরছে,
একবার ভেবে দেখেছো তুমি
ওদের খোঁজ কে নিচ্ছে ?

হয়তো বা কেউ তাদের ডেকে
একটু খাবার দিচ্ছে,
আমি দানি জানুক লোকে
সেলফি তুলে রাখছে ।

হায়রে মানুষ এতোই বেহুঁশ
হচ্ছে কতো পাপ,
একবার ভেবে দেখেছো তুমি
ওরা দিচ্ছে অভিশাপ ।।

লেখার সময় : ১১:৪০ am
তারিখ : ২২.০৬.২০২১

সোমবার, ২১ জুন, ২০২১

ভুল করলে

ভুল করলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

কিছু সময় হয়তো তুমি
অনেক কষ্ট পেলে,
কষ্টের পরে শান্তি আসে
কেমনে গেছো ভুলে ?

আমরা তো আর থাকব না
চিন্তা বুঝি এই কারণ!
একটু ভেবে দেখো না
দুনিয়াটাই এমন ।

যতটুকু পাবে সময়
তোমার জন্য সেটাই ভালো,
অন্ধের মত আর থেকো না
অন্ধকারে জ্বালাও আলো ।

কঠোর পরিশ্রম আমরা করি
গড়ে তুলি স্বপ্নের বাড়ি,
আচ্ছা! কিন্তু যদি একটু থাকে
ধ্বংস হতে কি আছে দেরি ?

মুদ্দা কথা শুনে রাখো
সময় থাকতে ভাবতে শেখো,
এখনো ভুল করলে তুমি
পস্তাবে কিন্তু মনে রেখো ।।

লেখার সময় : ১২:৫০pm
তারিখ : ২১.০৬.২০২১


রবিবার, ২০ জুন, ২০২১

তোমায় ভালবাসি প্রভু (কুরবানী)

তোমায় ভালবাসি প্রভু (কুরবানী)
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমায় ভালবাসি প্রভু
তোমার হুকুম মানি,
মোদের ত্যাগের জন্য তুমি
পাঠালে কুরবানী ।

ইব্রাহিমকে ভালোবেসে চাইলে ভালবাসা,
তোমায় ভালোবেসে নবী করেনি নিরাশা ।
মোদের তুমি শিক্ষা দিয়ে - দিলে উপহার, 
জানতে আরো কেতাব দিলে আসমানের বাণী ।

আমার নামাজ আমার ত্যাগ আমার কুরবানী,
তোমার খুশি চাই যে সবে চাই না নাফারমানী ।
যায় না প্রভু তোমার কাছে পশুর রক্ত মাংস,
দেখবে তুমি সবার মনের খুলুসিয়াত খানি ।।

https://youtu.be/MGBqPksy6pE

লেখার সময় : ১২:১৫am
তারিখ :২০.০৬.২০২১

শনিবার, ১৯ জুন, ২০২১

বিশ্বাসঘাতক


বিশ্বাসঘাতক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ধর্মের পুকুরে ডুব দিয়ে যে
বিশ্বাসী হয়ে থাকে,
সত্যিই সে ধার্মিক কিনা
লক্ষ্য করো তাকে ।

যাকেই তুমি বিশ্বাস করলে
হয়তো সেই বিশ্বাসঘাতক,
তাই বিশ্বাস রাখো তাদের উপর
যারা নিষ্ঠাচারের চেষ্টা করে সর্বাত্মক ।

যারা ধর্মের বড়াই করতে গিয়ে
দেখায় দাম্ভিকতা,
দেখবে হক বাতিলের লড়াই যখন
তখন তারাই করে বাক বিরোধিতা ।

ধার্মিক সেজে বিশ্বাসঘাতক
আস্তানা গেড়ে লুকিয়ে থাকে,
এমন ধার্মিক লক্ষ্য রেখে
দূরে থাকো ওদের থেকে ।

ওরা স্বপ্ন ভাঙ্গে ধ্বংস করে
সব কিছুই যে তিলে তিলে,
সুযোগ মতো তোমার আমার
অন্তরে দেয় আগুন জ্বেলে ।।

অন্ধ হয়ে ওদের কথায়
তুমি এখনো কি চলবে ?
না শক্ত হয়ে সত্যি কথা
উচ্চস্বরে বলবে !!

লেখার সময় : ৫:৩৭pm
তারিখ : ১৯.০৬.২০২১

শুক্রবার, ১৮ জুন, ২০২১

অন্যায় কারি

অন্যায় কারি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

অন্যায় কারির ধর্ম হয় না
আমরা সবাই জানি,
তাহলে কেন ধর্মে ধর্মে
আজ আঘাত হানি ?

খুনি ধর্ষক যে বা যারাই হোক না কেনো
হোক তাদের শাস্তি,
শান্ত হবে এই দুনিয়া আর
পাবে সবাই স্বস্তি ।

যে যার ধর্মে বিশ্বাস শিখ ঈশাই
হিন্দু মুসলিম কিম্বা দলিত,
তবে ধর্মের নামে কেন ধর্ষক তুমি
পোপ পাদ্রী ইমাম পুরোহিত!

অন্যায় কারিকে অন্যায় বললে
শতশত ভাই-বোন হচ্ছে গুম,
নিচ্ছে জীবন দিচ্ছে তাই
আজ এতো মজলুম ।

অন্যায় কারি অন্যায় করলে
ধর্ষণ হবে তোমার আমার বোন,
এখনো সময় আছে করো প্রতিবাদ
ওদের অন্তরে জ্বালাও আগুন ।

নিষ্ঠুরকে দেখিয়ে দাও
নিষ্ঠুরতা কেমন,
তবেই পাবে শান্তি শান্ত হবে
হাজারো দু-নয়ন ।।

লেখার সময় : ০৮:০৮pm
তারিখ : ১৮.০৬.২০২১

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

আমাকে মরতেই হবে যখন

           আমাকে মরতেই হবে যখন (গান)
          মোঃ তরিকুল ইসলাম খালাসী
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

আমাকে মরতেই হবে যখন
তবে কেন মৃত‍্যুকে করবো ভয় ।
মৃত‍্যুকে হাসি মুখে মেনে নিয়েই
দুনিয়াকে করবো পরাজয় ।।

লক্ষ‍্য মানুষ দুনিয়াতে
পাইনা নিজের অধিকার,
তাদের প্রতি মানুষেরাই
করে আজ অবিচার ।।

মুক্তি সেদিন পাবে তারাই
যারা আজ সত‍্যের পথে লড়ে যায়,
মৃত‍্যুকে হাসি মুখে মেনে নিয়েই
দুনিয়াকে করবো পরাজয় ।।

মৃত‍্যু দেখে যতই পালাই
আমাকে ধরে ফেলবেই
থাকতে থাকতে নাও গুঁছিয়ে
সময় নষ্ট হওয়ার আগেই ।।

দিনে শত বার স্মরণ রেখে
যদি সত‍্যের পথে চলা যায়,
মৃত‍্যুকে হাসি মুখে মেনে নিয়েই
দুনিয়াকে করবো পরাজয় ।।

মাতাল থেকে বাঁচতে

            মাতাল থেকে বাঁচতে (গান)
        মোঃ তরিকুল ইসলাম খালাসী
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

রাখবো না আর মাতাল গুলোর
দেশে গ্রামে
থাকলে মাতাল যাবে সবাই
জাহান্নামে ।
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও বিবি
পাগলা গারদে ।

বেড়েছে আজ
মাতালের দল
তাই তো ওরে
দেশেটা অচল ।
ধর্ষিতা আর লুচ্চগিরি
মাতালের কারণে- হ‍্যায়,
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও
বিবি পাগলা গারদে ।

এসো মাদক মুক্ত সমাজ গড়তে
সবাই করি পণ,
এই সংকটে জাতির অাজ
ঐক্য প্রয়োজন।
এখনো থাকলে বসে
দেশটা হবে মাতালের,
মাতাল থেকে বাঁচতে হলে
ভাঙ্গো মদের দোকান রে।
মাতাল গুলোর পাঠাও
বিবি পাগলা গারদে ।

রক্ত মাখা দুহাত আমি

        রক্ত মাখা দু-হাত আমি
       তরিকুল ইসলাম খালাসী
           মধ্যবেনা,বাদুড়িয়া

রক্ত মাখা দু-হাত আমি
তুলেছি আল্লাহ তোমার কাছে।
জালিমের থেকে বাঁচাও মোদের
সব ক্ষমতা তোমার আছে ।
রক্ত মাখা.......।
বড়ো অসহায় আজ মনে হয়
তুমি ছাড়া কেউ নেই দুনিয়ায় ।
শিশুদের ফরিয়াদ শুধু তোমার কাছে
ওগো আল্লাহ হও তুমি সহায় ।
রক্ত মাখা.......।
হয় হেদায়েত্ব দাও তুমি জালিমের
না হয় শক্তি দাও মোদের ।
জালিমের জুলুম থেকে বাঁচাও মোদের
চাইছি মোরা তোমার কাছে ।
রক্ত মাখা.......।
সারা পৃথিবীর অস্থিরতা
তোমার প্রেমিকের মনের ব‍্যাথা ।
তুমি ছাড়া আর কেউ জানে না
তাই কবুল করো মোদের প্রার্থনা ।

অন্তরঙ্গ বন্ধু

     অন্তরঙ্গ বন্ধু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া

সুখ দুঃখের মাঝে যারা
হাসতে পারে,
অন্তরঙ্গ বন্ধু করো
তুমি তারে ।

তুমি যদি কাঁদো তার
দুঃখ থেকে দুঃখ নিয়ে,
বন্ধু তোমার সঙ্গী হবে
দেখবে জীবন দিয়ে।

জীবনকে সাঁজাও তুমি
অমূল‍্য সম্পদ দিয়ে,
তবেই তুমি পাবে প্রেম
প্রেমের বিনিময়ে।
       ----------
লেখা: ২৫শে অক্টোবর ২০২০
সময়: ১:৩৮pm

পরকিয়া

                পরকিয়া
      তরিকুল ইসলাম খালাসী
          মধ‍্যবেনা,বাদুড়িয়া

মানুষ রূপের পশুরা আজ
পরকিয়াতে মেতে,
হোক না সে পরের বধূ
নেইকো ক্ষতি তাতে ।

ভালো যদি লাগে তোমার
হোক না রাজার মেয়ে,
আইন আছে উলু লুলু
করতে পারো গিয়ে ।

পরকিয়াতে গলাই দড়ি
হোক না নারী-পরুষ,
দোষের পরে নির্দোষ হতে
ব‍্যবস্থা আছে ঘুষ ।

এমন সরকার রাখলেই হবে
হাজার হাজার ধর্ষণ,
হয় তো বাদ পড়বে না আর
তোমার আদরের ছোটো বোন ।

গর্জে ওঠো প্রতিবাদ করো
তুমি যদি না হও কাপুরুষ,
তোমার গর্জনে সব কিছু হবেই ছাই
প্রয়োজন শুধু বুক ভরা সাহস ।।

      

প্রয়োজন এখনো আবার

প্রয়োজন এখনো আবার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

জাতপাত সংঘত
শত শত নিহত
মানষ নামের পশুরা আজ
সত‍্যিকারেই নিন্দিত ।

মনুষ‍্য যে কারে কয়
মনে হয় নেই যেন পরিচয়!
পশুদের কাছেও মানুষ
কেমন করে হেরে যায় ।

বিবেক ছাড়া মানুষের কি আর
শুভবুদ্ধি বলা যায় ?
তাই মনুষ‍্যত্ব না থাকায় মানুষ
কখনো কখনো বাঁদরও হয় ।

প্রয়োজন এখন আবার
সেই চেতনাবোধ বিবেকের
আরো প্রয়োজন সেই
শৃঙ্খলাবদ্ধ জাতিদের ।।

2020

বুধবার, ১৬ জুন, ২০২১

তুমি যদি মানুষ হয়ে থাকো

তুমি যদি মানুষ হয়ে থাকো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
(গান..)
তুমি যদি মানুষ হয়ে থাকো
কি করে মানুষ মারো ?
মানুষ নামের পরিচয়ে
আর থেকো নাকো ।

যাদের কাছে পাইনা পার সত্তরের ওই বুড়া,
কেমন করে মারছে দেখো সোলো বছরের ছোড়া ।
মানবতা হাহাকারে দুঃখে ফাটে বুক,
এমন ছেলে জন্ম দিয়ে কেমনে দেখাও মুখ ।

রোদ গরমে মানুষ গুলো দেখো যাচ্ছে কাজে,
চোর বলে তার গনপিটুনি দিছে সকাল সাজে ।
আইন-কানুন সব কিছুকেই রাখছে তাকে তুলে,
ইন কাউন্টার করছে দেখো  মুসলিম যুবক পেলে।

মিথ্যা কথায় কটু ভাষায় যারা বিষ ছড়ায়,
এই ভারতে বলবো এবার তাদের স্থান নাই ।
স্বাধীনতা দেইনি তো আর এমন রক্ত খেকো,
মানুষ নামের পরিচয়ে আর থেকো নাকো ।।

লেখার সময় :৮:৩০pm
তারিখ : ১৬.০৬.২০২১



সময় আছে কম

সময় আছে কম 

 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ঘুম থেকে সুস্থতা, কাজ রাখে ব্যস্ততা,
সময় আছে কম,
গোড়ে তোলো মানবতা, ধ্বংস করো বর্বরতা,
কাজেই রাখো দম ।

হাহাকার এই পৃথিবীতে
মত্ত মানুষ চাওয়া-পাওয়াতে,
তাই লক্ষ্য রাখো ওদের দিকে
দাও ভক্তি করে দাম ।
গোড়ে তোলো মানবতা, ধ্বংস করো বর্বরতা,
কাজেই রাখো দম ।

মনের সাথে লড়াই করো, 
সত্য তুমি প্রতিষ্ঠা করো,
সুস্থ মনের ব্যস্ত রাখো
পাবে তবেই দাম ।
গোড়ে তোলো মানবতা, ধ্বংস করো বর্বরতা,
কাজেই রাখো দম ।

লেখার সময় : ৩:৪০pm
তারিখ : ১৬.০৬.২০২১

মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

আমরা শ্রমিক



আমরা শ্রমিক

 তরিকুল ইসলাম খালাসী 

মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা শ্রমিক, ও আমরা শ্রমিক । 2বার
আমরা বাস লাইনের মুটে,
নাঙ্গল চালাই মাঠে ।           2বার
রক্ত ঘামে কষ্ট করি
পায়ে হেঁটে হেঁটে ।     2বার
আমরা শ্রমিক, ও আমরা শ্রমিক ।   2 বার 
           ঐ
ফুটপাথে যে আমরা থাকি পান্তা ভাতে নুন,
আর ছেঁড়া কাঁথায় শুয়ে থাকি কেটে যায় ওই দিন। 2বার
বাদলার দিনে.. পেপার তলে আসে না ঘুম ।
নেইনা তো আর কেউ বুকে তুলে বিপদের দিন।
আমরা শ্রমিক, ও আমরা শ্রমিক ।    2বার
          ঐ
দিনমজুরি আমাদের ওই পেশা হয়ে হয়ে আছে,
নিয়মিত সময় দিয়েও টাকা পায় না অনেক কাজে । 2বার
অনাহারে.. কেটে যাই ওই অনেক সময় দিন,   2 বার
তাই তো বলি কাজের টাকা সময় মতো দিন ।
আমরা শ্রমিক, ও আমরা শ্রমিক । 2বার  ঐ

লেখার সময় : ৩:০৪pm
তারিখ: ১৫.০৬.২০২১

সোমবার, ১৪ জুন, ২০২১

আমরাই দেশের ভবিষ্যত

আমরাই দেশের ভবিষ্যত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা দেশের সম্পদ,
ও আমরা দেশের ভবিষ্যত ।
আমরাই জ্বালাবো শিক্ষার আলোকে
করবো দেশের মুখ উজ্জ্বল ।

আমরাই গড়বো স্বপ্ন 
আমার দেশের জন্য,
দুঃখ দুর্দশা দুর করে ভাই
অসহায়ের মুখে তুলে দেবো অন্য ।
আমরা দেশের রত্ন
ও আমরাই দেশের জন্য ।
আমরাই জ্বালাবো শিক্ষার আলোকে
করবো দেশের মুখ উজ্জ্বল ।

চলছে সব কিছু নিয়ম মেনেই,
বন্ধ কেন শিক্ষা দিনের পর দিনেই ?
শিক্ষা ফিরে চাই... মুর্খতার বেশে নয়,
শিক্ষা ছাড়া সব কিছুই জঞ্জাল ।।
আমরা দেশের সম্পদ, ও আমরা দেশের ভবিষ্যত ।
আমরা দেশের রত্ন, ও আমরাই দেশের জন্য ।
আমরাই জ্বালাবো শিক্ষার আলোকে
করবো দেশের মুখ উজ্জ্বল ।

লেখার সময় :৯:৩৪am
তারিখ: ১৪.০৬.২০২১

শিক্ষার ওপর কেন অত্যাচার ?

শিক্ষার ওপর কেন অত্যাচার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

শিক্ষার ওপর কেন অত্যাচার,
শিক্ষার্থীদের উপর কেন অবিচার ?
যারা দেশের উপকারে দশের জন্য লড়ে,
ধ্বংস করছো কেন তাদের ভবিষ্যত ?

শিক্ষা সমাজের মেরুদন্ড,
শিক্ষা নৈতিকতার মানদন্ড ।
তাই ফিরে পেতে চাই আর দেরি নয় ।
শিক্ষা আমাদের ভবিষ্যত ।

চলছে সব কিছু নিয়ম মেনেই,
বন্ধ কেন স্কুল মাদ্রাসা দিনের পর দিনেই ।
দিন দিন মূর্খ... হচ্ছে প্রজন্ম,
আর নয় নিয়ে খেলা আমাদের ভবিষ্যত ।।

লেখার সময়:১২:২২
তারিখ: ১৪.০৬.২০২১

শনিবার, ১২ জুন, ২০২১

জীবনের প্রতিটি খাতা খুলে দেখো

জীবনের প্রতিটি খাতা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়

জীবনের প্রতিটি খাতা খুলে দেখো
খুলে দেখো আছে কতো পাপ । 2
হবেই যখন পাপ পূর্নের বিচার    2
থাকতে সময় চেয়ে নাও মাফ।

চলা বলার পথে ভুল হয়ে যায়
যদি ভুল বোঝার পরে ক্ষমা চাওয়া যায়
তবে হবেই জীবন ধন‍্য আমার তোমার    2
মনের যত গিলানী করো সাফ।

রহমানের ক্ষমার দরজা খোলা ততক্ষন
যতক্ষন থাকবে আমাদের পাপ
ওগো দয়াময় তুমি অতি দয়াময়
চাই তাই তোমার কাছে সব ।

পরিচয় হোক

      পরিচয় হোক
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা বাদুড়িয়া

তুমি হিন্দু, আমি মুসালমান
তুমি জৈন, আমি খ্রীস্টান ।      ৩ বার
যে যায় হোক না কেন            ২ বার
মোরা আদম সন্তান ।

তুমি হিন্দু......।
মুছে যাক হিংসা ভেদাভেদ
মুছে যাক জাতির বিভেদ ।             ২ বার
মানুষের পরিচয় হোক মানুষ বলে,        ২ বার
বন্ধ হোক রক্তের ফুরাত ।

তুমি হিন্দু.......

তোমার পূজো আমার নামাজ
প্রভুর হোক সব গুনগান ।   ৩ বার
সবই সেই স্রষ্টার দান
মোরা আদম সন্তান ।

তুমি হিন্দু......।।

ও ডাক্তার

ও ডাক্তার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ও ডাক্তার!
তোমার অবহেলায়
কতো রোগী মারা যায়,
মানবতা আর বাঁচে না
কেন করো এতো ছলনা ?

ও ডাক্তার!

তুমি ডাক্তার ছুরি ধরে
রোগীকে জবাই করে,
মানুষকে ভাবো কেন খরিদ্দার
কশাই তো নও তুমিই ডাক্তার ।

ও ডাক্তার!
ডাক্তার মানে নয় রক্তের ব‍্যবধান
ডাক্তারের কাছ থেকে পাবে সেবা জনগণ
ডাক্তার বলে কেন হিন্দু মুসালমান
ডাক্তার কি করে হয় ভগবান ?

ডাক্তার যদি ভাবে নিজেকেই ভগবান
জাতপাত ভুলে গিয়ে রোগ করো সমাধান
রোগের হাত থেকেও রোগী ফিরে পাবে জীবন
রোগীর কথা ভুলে ডাক্তার কিসের করে আন্দলন ?

ওয়েলফেয়ার

       ওয়েলফেয়ার
তরিকুল ইসলাম খালাসী
   মধ‍্যবেনা,বাদুড়িয়া

দূর্নীতি দূর্নীত দূর্নীতি আর
করতে দেবে না ওয়েলফেয়ার,  
আওয়াজ তোলো জরদার
ওয়েলফেয়ার ওয়েলফেয়ার । 

বিপদ আপদে মানুষের পাসে
সক্রিয় ওয়েলফেয়ার রবে
বঞ্চিত মানুষ সব ফিরে পাবে
হারানো সম্ভার ।

মানুষের রক্তেই তৈরী এদেশ
যারা মানুষের মধ্যে ঢোকায় বিদ্বেষ
তাদের কে রুখতে হও আগয়ান
গড়তে সোনার দেশ, করো অঙ্গীকার ।

প্রয়োজন এখনো আবার

প্রয়োজন এখনো আবার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

জাতপাত সংঘত
শত শত নিহত
মানষ নামের পশুরা আজ
সত‍্যিকারেই নিন্দিত ।

মনুষ‍্য যে কারে কয়
মনে হয় নেই যেন পরিচয়!
পশুদের কাছেও মানুষ
কেমন করে হেরে যায় ।

বিবেক ছাড়া মানুষের কি আর
শুভবুদ্ধি বলা যায় ?
তাই মনুষ‍্যত্ব না থাকায়
কখনো কখনো বাঁদরও হয় ।

প্রয়োজন এখন আবার
সেই চেতনাবোধ বিবেকের
আরো প্রয়োজন সেই
শৃঙ্খলাবদ্ধ জাতিদের ।।

তুমি সত্যের পথে

            তুমি সত্যের পথে (গান)
       তরিকুল ইসলাম খালাসী
           মধ্যবেনা,বাদুড়িয়া

তুমি সত্যের পথে
পতাকা উড়িয়ে দাও
বিজয় হবে তোমার,
বিজয় হবেই তোমার ।

তুমি সামনে যাও
বুঝিয়ে কও কথাগুলো
বোঝার যারা বুঝেই যাবে,তাদের তুমি সঙ্গী পাবে
ভুলবে মনের ব্যথা গুলো ।

তুমি সব কিছুকেই ভাবো দামী
পুষ্পের মত করে সাজাও ভূমি
সফল হবে জীবন তোমার,
যদি হও তুমি সত্যকামী ।

সত্য কথা সত্যি হবে

   [সত্য কথা সত্যি হবে]
তরিকুল ইসলাম খালাসী
      মধ্যবেনা,বাদুড়িয়া

সত্য কথা সত্যি হবে
আসছে সেই দিন,
থাকবে ঢাকা ওই পাপাচার-
আর কতদিন।(৩)

সত্য কথা সত্যি হবে....

আল্লাহ হলেন মস্ত বড় সূক্ষ্ম বিচারক,
তার বিচারে নাজাত পাবে(২)ওই সমস্ত লোক,
যারা আল্লাহর পথে থেকে সদাই  (২)
কাটিয়েছে দিন । (৩)

সত্য কথা সত্যি হবে......

অন্যায় পথে যতুই থাকুক লক্ষ লোকের ঢল,
ন্যায়ের পথে থেকো সদাই-থাকো অবিচল।
জীবন বাজি থাকনা তবু()
নেইকো তাতে ভয়
ও ভাই নেইকো তাতে ভয়
সত্য হবেই জয়
ও ভাই সত্য হবেই জয় ।  

সত্য কথা সত্যি হবে.....

হাতে যদি থাকে আলো

হাতে যদি থাকে আলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া

হাতে যদি থাকে আলো
ঘুচে যাবে আঁধার কালো,
ভাই রে ও ভাই রে
ভাই রে ও ভাই রে ।

সময়ের সাথে চলো
জীবনটা বদলে ফেলো,
থেকো না আর আঁধারে
ও ভাই রে,ভাই রে ।

যেনে বুঝে কথা বলো
কথা মতো চলাই ভালো,
তা যে না হলে- জীবন ঝরবে অকাতরে ।
ও ভাই রে,ভাই রে ।

গান করো ভাই গান করো

গান করো ভাই গান করো
তরিকুল ইসলাম খালাসী
  মধ্যবেনা,বাদুড়িয়া

গান করো ভাই-গান করো
মনের সুখে গান করো,
গান লেখো ভাই-গান লেখো,
মিষ্টি সুরে গান লেখো ।
গান ....
যে গানে শিক্ষা আছে,
যে গানের মানে আছে,
সেই গান বন্ধ কেন ?
ও ভাই সেই গান বন্ধ কেন ?
গান.....
গানে আছে বিপ্লব যদি গানের মতো হয়,
নাম কমাবার জন্যে হলে তবে বল নয় ।
ও ভাই নাম কমাবার জন্যে হলে তবে বল নয় ।
গানে গানে সুরে সুরে তোলো ভাই আওয়াজ,
গানে আছে বাদ প্রতিবাদ গড়া যাবে সমাজ
ও ভাই গড়া যাবে সমাজ ।
গান.....

আমরা যুবক

       আমরা যুবক
তরিকুল ইসলাম খালাসী
   মধ্যবেনা,বাদুড়িয়া

আমরা যুবক আমরা নবীন,  ২বার
আমরা হলাম দেশের প্রাণ ।
আমরা হলাম...
শ্রেষ্ঠ জাতির বীর সন্তান ।

আমরা যুবক.... ‌

মোরা দেশকে ভালোবেসে জীবন দিতে রাজি,
জীবনের বিনিময়ে সত্যকেই খুঁজি ।
হাসিমুখে মা দাওগো তুমি(২) আমাকে বিদায়,
দেশের জন্য জীবন দিয়ে শহীদ হতে চাই।

আমরা যুবক....

জননী আমার পরিয়ে দিলো যুদ্ধের ওই সাজ
হাসিমুখে মা পাঠিয়ে দিলো যাও বাবা যাও আজ ।
দেশকে তুমি রক্ষা করো (২) যাও বাবা যাও
জীবনের বিনিময় তুমি জান্নাত কিনে নাও ।

ও আল্লাহ

ও আল্লাহ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ও আল্লাহ ........
তুমি শ্রেষ্ঠ করি স্বীকার
তোমার পথ ছাড়া
সবই আঁধার ।

ও আল্লাহ.... তুমি শ্রেষ্ঠ করি স্বীকার।
তোমার পথ ছাড়া.... সবই আঁধার।

তোমার হুকুম ছাড়া পাতা নড়ে না,
তোমার হুকুম ছাড়া বাতাস চলে না,
তোমার হুকুম ছাড়া বৃষ্টি হয় না,
তোমার হুকুম ছাড়া মেঘ সরে না ।

ও আল্লাহ.... তুমি শ্রেষ্ঠ করি স্বীকার ।
তোমার পথ ছাড়া.... সবই আঁধার।

তুমি ঘুমন্তকে আবার জাগিয়ে তোলো
রাতের পরে দাও দিনের আলো । ২বার
দুর্বলকে তুমি শক্তি দাও,  ২বার
হতাশায় কে সাহস জোগাও ।

ও আল্লাহ.... তুমি শ্রেষ্ঠ করি স্বীকার ।
তোমার পথ ছাড়া.... সবই আঁধার।

গড়ে উঠুক সম্প্রীতি

       গড়ে উঠুক সম্প্রীতি
     তরিকুল ইসলাম খালাসী
          মধ্যবেনা,বাদুড়িয়া

নয় মোদের পরিচয় হিন্দু আর মুসলিম
কিংবা অন্য জাতি
জাত উপজাতের বিভেদ ভেঙ্গে
গড়ে উঠুক সম্প্রীতি
---------------------     ------  ---------  /--------
পরিচয় নয়তো মোদের শুধুই মানুষ
মোরা  উন্নত এক সৃষ্টির উপমা
কেমন করে হয় বিবেক হীন মানুষ
পশুদের সাথেও হয় না তুলনা
সব কিছু পরে থাক
দুর হক মুছে যাক
এ সমাজে আছে যত দুর্নীতি
এসো গড়ে তুলে একটা জাতি
---------------------------   ---------    -------  -----
আর চাইনা রক্তের হলি খেলা
থাকতে বেলা হই নিষ্পাপ
এখনই  শুরু হোক পথের চলা
আগেই যাবো মোরা একধাপ
সব কিছু পরে থাক
দূর হোক মুছে যাক
এই সমাজে আছে যত ভ্রান্তি
এস গড়ে তুলি একটা জাতি

আছি সেই দিনের অপেক্ষায়

   আছি সেই দিনের অপেক্ষায়
      তরিকুল ইসলাম খালাসী
          মধ্যবেনা,বাদুড়িয়া

আমরা আছি সেই দিনের অপেক্ষায় ।
যেদিন মিথ্যা পারবে না
সত্যকে আড়াল করতে,
দুষ্কৃতী পারবে না
মায়ের বুক খালি করতে ।
যেদিন থাকবে না পড়ে
ভায়ের লাশ অলিতে গলিতে,
আর লজ্জায় বোন ঢাকবে না মুখ
ঝোলানো ওই দড়িতে ।
যেদিন ক্ষুধার্ত ক্ষুধার চোটে
ঘুরবে না আর পথে পথে,
বেকারত্ব দূর হবে
সমাজ হতে ।
যেদিন গরিব তার ন্যায্য অধিকার
পাবে ফিরে,
আর মজলুম মুক্তি পাবে
সঠিক বিচারে ।
যেদিন আকাশ বাতাস
শান্ত হবে,
অপরাধী লজ্জায়
মুখ ঢাকবে আর বলবে
হায়-কেন ছিলাম অন্ধ
কেন করেছি দ্বন্দ্ব
পারলাম না দিতে
সমাজকে আনন্দ!
আছি...........
সেই দিনের অপেক্ষায়।।
             সমাপ্ত

শিক্ষিত তারিই বলে

শিক্ষিত তারিই বলে(গান)
তরিকুল ইসলাম খালাসী
মধ‍্যবেনা,বাদুড়িয়া

শিক্ষিত কারে কয় তুমি কি জানো না
ডিগ্রী থাকলেও শিক্ষিত হয় না
শিক্ষিত তারিই বলে যারা মানুষকে মানুষ বলে,
কোনো দিনও ওদেরকে যাতাকলে পেশে না ।

ডিগ্রী থাকলেও শিক্ষিত হয় না ।

স্কুল মাস্টার ডাক্তার ইংজিনিয়ার
সবাই তো কাজ করে মানবতার
কাজের ফাকেই যারা ঘুষ খায়
তবে মানবতা থাকে কোথায় ?

ডিগ্রী থাকলেও শিক্ষিত হয় না ।

কামার কুমার বাস কন্ট্রাকটার
তোমার প্রয়োজনে ওরাই লেভার,
সময় মতো তুমি দাওনা আনা
ওদেরকে কেনো খোজ রাখো না ?

ডিগ্রী থাকলেও শিক্ষিত হয় না ।

লেখা.. 07/08/19

শত ব্যথা

           শত ব্যথা
তরিকুল ইসলাম খালাসী
    মধ্যবেনা, বাদুড়িয়া

শত ব্যথা আসুক তবু ডরবো না,
সত্য থেকে বিচলিত হবো না ।
দাও শক্তি দাও আমাদের ওগো প্রভূ
দয়া করো ক্ষমা করো বঞ্চিত করো না কভু।

জানি তুমি দাওগো আজাব এই দুনিয়ায়,
সেই আজাবে আমরা সবাই ধ্বংস হয়ে যায়।
দাও শক্তি দাও আমাদের ওগো প্রভূ
দয়া করো ক্ষমা করো বঞ্চিত করো না কভু।

যারাই করে পাপাচার আর অন্যায় অবিচার
তাদেরকেই ধ্বংস করো তুমি জানি কাহ্হার ।
দাও শক্তি দাও আমাদের ওগো প্রভূ
দয়া করো ক্ষমা করো বঞ্চিত করো না কভু।