ফাঁসির দড়ি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
মমিন দেখো ফাঁসির দড়ি নিচ্ছে গলায় পরে,
এক আল্লার বিশ্বাস করে
জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।
মনে শুধু একটাই আশা হুকুম চলবে তার,
যার হুকুমে জ্বলবে আলো ঘুচবে অন্ধকার ।
মনের কথা ব্যক্ত করে...(২)তাই ফাঁসিতে ঝোলে,
এক আল্লার বিশ্বাস করে জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।
লক্ষ্য মায়ের ঝরছে সন্তান সত্য পথের উপর,
সুস্থ জীবন পাবে সবাই আশা মনের ভিতর ।
থাকবে না আর..(২) রাহাজানি এমন মনোবলে ।
এক আল্লার বিশ্বাস করে জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।
লেখার সময় : ৪:৫০ pm
তারিখ : ২৭.০৬.২০২১