শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
দুচোখ মেলে দেখো
শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
রাসুলের প্রেম
বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
তুমি আলোর পথে
তুমি আলোর পথে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
তুমি আলোর পথে
সত্যের মশাল জ্বালবে না!
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।
জ্বলবে আলো ঘুচবে কালো
শান্তিই হবে ঠিকানা ।
ওই যে শিশু পড়ে আছে
পথের ধারে,
কতো যুবক হয় যে ধ্বংস
যুগের ভারে ।
তোমার দৃষ্টি ওদের ওপর
পড়বেনা ভাই পড়বেনা,
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।
আলোর পথের সাথী বানাও
একটি একটি করে,
ইটের পরে আর একটি ইট
যেমন রাখে ধরে ।
তেমনি ভালোবাসা দিতে
ভুলো না ভাই ভুলো না
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
আমি তো তোমার নামে
অসৎ চিন্তা থেকে
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
কার হুকুম মানে
কার দয়ায়
রবিবার, ২০ নভেম্বর, ২০২২
ঈমানের গতি
ঈমানের গতি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
ঈমানের গতি দাও বাড়িয়ে প্রভু,
তুমি এই হৃদয়ে (২বার)
শান্তি দাও ঢেলে রহম ধারায়,
কম্পিত করো মন তোমার ভয়ে।
ঐ................................।
এই চলার মাঝে
কত বাঁকা পথে
কেটে গেছে আমার জীবন
ছিল নিষেধ যত সব
সেখানেই তত ভাব
করেছে দুই নয়ন।
ওগো প্রভু তোমার দয়ায়
ধ্বংসের হাত থেকে নাও আমায় বাঁচিয়ে।
ঐ............
করেছি যে কত পাপ
জানি হবে না মাফ
তবু তোমার কাছে যাই বারবার
ভুলে যায় নেয়ামত
তোমার ঐ বরকত
বন্ধ করনি তবু আমার আহার
সীমাহীন দয়াময় ক্ষমা করো
তোমার রহম দিয়ে দাও আমায় ভিজিয়ে ||
শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
মনের খবর তুমিই জানো
মনের খবর তুমিই জানো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
মনের খবর তুমিই জানো
মালিক রব্বানা,
আমি অধম তোমার বান্দা
করেছি গোনাহ ।
চাই না যেতে জাহান্নামে
করো গো তুমি মাফ,
ওগো মাওলা মনের ময়লা
দাও করে দাও সাফ ।
মাওলা.... ওগো মাওলা....
মাওলা.... ওগো মাওলা.....
মনের খবর তুমি জানো.....ঐ
এই পৃথিবীর মোহে পড়ে
করেছি অপরাধ,
অজানাতে দিয়েছি কতো
মিথ্যা অপবাদ ।
আমায় তুমি ক্ষমা করো
ওগো রাব্বানা ।
আমি অধম তোমার বান্দা
করেছি গোনাহ ।
মাওলা.... ওগো মাওলা....
মাওলা.... ওগো মাওলা.....
মনের খবর তুমি জানো.....ঐ
বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
অনন্তকাল রেখো জারি
অনন্তকাল রেখো জারি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
অনন্তকাল রেখো জারি
আমাদের আমল,
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল ।
তোমার দয়া ছাড়া মোরা
নাজাত পাবোনা,
তুমি মোদের মেটাও জানি
মনের বাসনা ।
তোমার দয়ার আশায় আমার
হয় যে মন ব্যাকুল ।
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল ।
চাই না আমি তোমার কাছে
সম্পদশালী হতে,
চাই যে আমি বারেবারে
পাপের মুক্তি পেতে ।
আমার প্রতি রহম করো
তুমি যে নির্ভুল ।
ওগো প্রভু এই মুনাজাত
করো তুমি কবুল ।
মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
রহমানের দয়া থেকে
রহমানের দয়া থেকে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
রহমানের দয়া থেকে
নিরাশ হয়ো নাকো,
রহমানের পথেই তুমি
তোমার জীবন রাখো ।
যার দয়াতে তুমি সৃষ্টি
সৃষ্টি এই জগৎ,
তারই দেওয়া এই যে হাওয়া
অফুরন্ত নিয়ামত ।
তবু তুমি সেই রবেরই
কেমনে ভুলে থাকো !
রহমানের পথেই তুমি
তোমার জীবন রাখো ।
যার দয়ার শুকুর গুজার
সব যে সৃষ্টি করে,
অতি দায়ার সৃষ্টি মানুষ
ভুলে কেমন করে !
সেই রবেরই ভালোবাসা
এই জীবনে মাখো ।
রহমানের পথেই তুমি
তোমার জীবন রাখো ।।
রবিবার, ৬ নভেম্বর, ২০২২
জীবন নামের ঘড়িটাকে
জীবন নামের ঘড়িটাকে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
জীবন নামের ঘড়িটাকে অচল বানালি,
এমন দামি জীবনটাকে
কেমনে ভুলে গেলি রে তুই
কেমনে ভুলে গেলি ?
নয় তো দামি সোনাদানা
তোর জীবনের থেকে,
ওরে থাকলে জীবন তবে দামি
যা যাবি সব রেখে ।
এমন সুযোগ আর পাবিনা
উড়লে পরান পাখি রে তোর
উড়লে পরান পাখি ।
এই জীবনেরই জীবন পথে
বাঁধতে হবে ঘর,
ওরে আজকে যারা আপন তোরে
করবে সেদিন পর ।
সময়টাকে লাগাও কাজে
আর বা কদিন বাকি রে তোর
আর বা কদিন বাকি ।।
আত্মহত্যা মহাপাপ
আত্মহত্যা মহাপাপ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
আত্মহত্যা মহাপাপ
যেও না ভাই ওই পথে,
নয়রে শহীদ এমন পাপী
যাবে না জান্নাতে ।
এই যে জীবনকে যারা
না শুকুর করে,
শান্তি কী তা চিনবে না সে
তার জীবন ভরে ।
তাই তো বলি জীবন কাটাও
দ্বীন ইসলামের পথে,
নয়রে শহীদ এমন পাপী
যাবে না জান্নাতে ।
দুঃখ কষ্ট সব কিছু যে
হয় রে খোদার পরীক্ষা,
তুমি যেন পদে পদে
নিতে পারো শিক্ষা ।
তাই তো তোমার থাকতে হবে
ধৈর্যশীলদের সাথে,
নয়রে শহীদ এমন পাপী
যাবে না জান্নাতে ।
সেরা নবী
সেরা নবী
তরিকুল ইসলাম খালাসী
তুমি নবীদের সেরা নবী,
তোমার কাছে হার মানে রবি ।
তুমি ছাড়া কেউ জান্নাতি হবে না,
তাই স্বপ্নে দেখতে চাই তোমার ছবি ।
তারার আলোতে পথ
যায় না দেখা,
তোমার দেখানো পথে
অন্ধ যায় একা ।
তোমার দেখানো পথ সরল সোঁজা
তাই জীবনে মেনে নিয়েছি সবি।
তুমি যে পথে যাও
আলো হয়ে যায়,
অন্ধকার সব
দূরে সরে যায় ।
তোমার আলোতে ধরা হলো আলোকিত,
তাই তোমার শেখানো পড়ি তাসবি ।।
এই পৃথিবীর মায়ায় পড়ে
এই পৃথিবীর মায়ায় পড়ে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
এই পৃথিবীর মায়ায় পড়ে
ভুল যে করি বারেবার,
তুমি মোরে ক্ষমা করো
ওগো মালিক পরওয়ারদেগার ।
তুমি সেরা সৃষ্টি করে
বানিয়েছ এই আমার,
তাই তো আমি বারেবারে
শুকুর গুজার করি তোমার ।
ক্ষমার যোগ্য করো মোরে
হইনি নিরাশ তোমার দয়ার ।
তুমি মোরে ক্ষমা করো
ওগো মালিক পরওয়ারদেগার ।
সুস্থ সবল দেহ দিলে
বোঝার মতো দাওগো মন,
অবুঝ মনের মত যেন
না হারিয়ে যায় জীবন ।
এই আশাতে আসি ফিরে
তোমার কাছে বারেবার ।
তুমি মোরে ক্ষমা করো
ওগো মালিক পরওয়ারদেগার ।
রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
যারে তুমি শত্রু ভাবো
যারে তুমি শত্রু ভাবো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
যারে তুমি শত্রু ভাবো
বন্ধু বানাও তারে,
বন্ধুর মতো বন্ধু হবে সে
জগৎ সংসারে ।
ওমর ছিল চরম শত্রু
প্রিয় নবীজির,
সেই ওমর ইসলামের ওই
প্রথম সারির বীর ।
রবের কাছে চাও গো সাথী
তেমনি করে,
বন্ধুর মতো বন্ধু হবে সে
জগৎ সংসারে ।
বিপদ কালে ওই বন্ধু
প্রথম কাজে আসে,
সুখে দুঃখে পাসে সে তো
থাকে ভালোবেসে,
তোমার দুঃখে পায় যে কষ্ট
বন্ধু বানাও তারে,
বন্ধুর মতো বন্ধু হবে সে
জগৎ সংসারে ।
লেখো গান
লেখো গান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
লেখো গান
যে গানে আছে জ্ঞান ।
চিনতে সহজ হবে তবে স্রষ্টার বিধান,
বুঝতে সহজ হবে তবে জীবনের মান ।
লেখো লেখো রহিম রহমানের নামে গান,
সর্বদা ওই নামেরই করো গুনোগান ।
আল্লাহ মহান আল্লাহ মহান....
সেই গানেরই সুরে সুরে করো আহ্বান ।
যার দয়াতে আমরা মানুষ সৃষ্টির সেরা দান,
যার ভালোবাসা পেয়ে পেয়েছি সম্মান ।
সেই রবেরই হুকুম মেনে যাও লিখে যাও গান,
আল্লাহ মহান আল্লাহ মহান....
সেই গানেরই সুরে সুরে করো আহ্বান ।
তুমি কেমন সৎ বলতে পারো
তুমি কেমন সৎ বলতে পারো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
তুমি কেমন সৎ বলতে পারো
চারিদিকে অন্যায়,
দেখে তবু প্রতিবাদ
করতে পারোনা !
এই সত্যবাদীর বলো কি দাম
একটু ভাববে না,
সময় নষ্ট করে কেন
করো শুধুই ছলনা ।
করো শুধু মুনাফিকি
খোদার হুকুম দাও যে ফাকি,
দুই চোখেতে ভালো কিছু
দেখেও দেখো না ।
মরতে হবে গেছো ভুলে
নেই যে তুমি হকের দলে
ভালো কথা তাইতো তোমার
ভালো লাগে না ।
আপন চিন্তা করে গেলে
সমাজ গেলো রসাতলে
দুর্নীতির ওই ছায়াতলে
হয় যে শুধুই যন্ত্রনা ।
দুঃখির কথা ভাববে কে আজ
তাদের নিয়ে গড়বে সমাজ
এমন মানুষ কোথায় গেল
দেবে তারে সান্ত্বনা ।
তুমি আলোর পথে
তুমি আলোর পথে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
তুমি আলোর পথে
সত্যের মশাল জ্বালবে না!
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।
জ্বলবে আলো ঘুচবে কালো
শান্তিই হবে ঠিকানা ।
ওই যে শিশু পড়ে আছে
পথের ধারে,
কতো যুবক হয় যে ধ্বংস
যুগের ভারে ।
তোমার দৃষ্টি ওদের ওপর
পড়বেনা ভাই পড়বেনা,
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।
আলোর পথের সাথী বানাও
একটি একটি করে,
ইটের পরে আর একটি ইট
যেমন রাখে ধরে ।
তেমনি ভালোবাসা দিতে
ভুলো না ভাই ভুলো না
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।
যে কুরআন দেখিয়ে ছিল
যে কুরআন দেখিয়ে ছিল
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
যে কুরআন দেখিয়ে ছিল
মানুষের ওই মুক্তির পথ,
সেই কুরআন আজও আছে
থাকবে আরো ভবিষ্যৎ ।
তাই তো বলি নাও গো তুমি
কুরআন থেকে জ্ঞান,
বিশ্ব জয়ী হাফেজ যারা
তাদের কতো সম্মান ।
যে কুরআন শান্তি পেতে
দেয় যে তোমার মতামত,
সেই কুরআন আজও আছে
থাকবে আরো ভবিষ্যৎ ।
সুখে দুঃখে বিপদ কালে
যারে পাঠ করিলে,
অন্ধ অবুঝ মানুষটির ও
জ্ঞানের চক্ষু খোলে ।
সেই কিতাব দুই জগতের
হোক যে তোমার সম্পদ,
সেই কুরআন আজও আছে
থাকবে আরো ভবিষ্যৎ ।
পিতা তুমি পিতা হবে
পিতা তুমি পিতা হবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
যে পিতা চায় না তার
সন্তান হোক কুরআনের পাখি,
হতভাগা সেই পিতা
হতে চাও নাকি ।
পিতা তুমি পিতা হবে
লুকমান হাকিমের মতো,
থাকবে তুমি ইতিহাসের
পাতায় শত শত ।
যাচ্ছে চলে সময় তোমার
রেখো নাকো বাকি,
হতভাগা সেই পিতা
হতে চাও নাকি ।
পিতা তুমি পিতা হবে
ইব্রাহিমের মতো,
সন্তান তোমার খোদার পথে
থাকবে অবিরত ।
এমন সন্তান পেলে তোমার
জুড়িয়ে যাবে আখি,
হতভাগা সেই পিতা
হতে চাও নাকি ।।
বুধবার, ১২ অক্টোবর, ২০২২
সুদের ভারে
সুদের ভারে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
যে সুদের গোনাহ হয় জানি
মায়ের জেনা সমূহ গোনাহ,
তবু সে সুদ ঘরে ঘরে
হচ্ছে লেনা দেনা ।
কেমন মুসলমান তুমি
থাকো কুলুপ এঁটে
নিজের ভালো এতো টুকু
বুঝতে পারো না ।
ফরজ হুকুম ত্যাগ করিতে
মন্দ লাগে না,
শোষক তুমি শোষণ করে
হাজী হয়ো না ।
কেমন মুসলমান তুমি
থাকো কুলুপ এঁটে
নিজের ভালো এতো টুকু
বুঝতে পারো না ।
দারিদ্রতা যাচ্ছে বেড়ে
ওই যে সুদের ভারে,
বৈধ যাকাত দাও না তুমি
দুঃখির ঘরে ঘরে ।
কেমন মুসলমান তুমি
থাকো কুলুপ এঁটে
নিজের ভালো এতো টুকু
বুঝতে পারো না ।
সোমবার, ১০ অক্টোবর, ২০২২
মমিন হতে হলে তোমার
মমিন হতে হলে তোমার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
মমিন হতে হলে তোমার
গড়বে শিশা ঢালা প্রাচীর,
বাতিলের কাছে তবু
নত হবে না শির ।
হালাল হারাম জানতে হবে
মানতে হবে খোদার বাণী,
কাজে কামে সর্বদাতে
নিতে হবে তারই ধ্বনি ।
এই দুনিয়ার সুখের জন্য
তুমি হয়োনা বধির ।
বাতিলের কাছে তবু
নত হবে না শির ।
সাচ্চা ঈমান আনবে যবে
দ্বীন বিজয় হবেই তবে,
দ্বীনের বাতি জ্বালতে গিয়ে
পদে পদে বাধা পাবে ।
তবেই তুমি বুঝবে সেদিন
আসবে সুদিন ঘুচবে আঁধার ।
বাতিলের কাছে তবু
নত হবে না শির ।
নবীজীর সাফায়াত
নবীজীর সাফায়াত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
করতে হবে এমন আমল
পাই যেন নাজাত,
নাজাতের অসিলা বানাও
মোর নবীজীর সাফায়াত ।
বিনা হিসাবে হবে তবে
পার হতে পুলসিরোত ।
আরশের নিচে জায়গা পাবে
হবে রবের মুলাকাত ।
যদি তুমি নাও গো মেনে
নবীজীর ওই সুন্নাত ।
জীবন সাজাও সৎ আমলে
পাবে যতদিন হায়াত,
বিনা হিসাবে হবে তবে
পার হতে পুলসিরোত ।
ভালো কাজের প্রতিদানে
তোমায় দেবে জান্নাত,
কথায় কাজে বারে বারে
করোনা গো খিয়ানাত ।
তোমার আমানাত সরণ রেখে
করো রবের মুলাকাত,
বিনা হিসাবে হবে তবে
পার হতে পুলসিরোত ।।
মাহফুজ ভাই তোমারই নাম
আমার প্রিয় শিল্পী মাহফুজ ভাইয়ের স্মৃতি মনে করে গানটি লেখা ।
মাহফুজ ভাই তোমারই নাম
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
মাহফুজ ভাই তোমারই নাম
থাকবে লেখা
সব মানুষেরই অন্তরে ।
সবার হৃদয়
করেছিলে জয়
তোমার মিষ্টি সুরে ।
তোমারই জন্য এই ভুবন
কাঁদে সারাক্ষন,
নেই তুমি এই কথা
শোনেনা মন ।
জানি তুমি আসবে না মন তবু মানে না
মানায় কেমন করে !
কোকিলের কন্ঠ
পেয়ে ছিলে তুমি এই ভবে,
ভালোবাসা দিলে
ভালোবাসা নিবে তোমার স্রোতা ভেবে ।
তোমার ওই কুহুতান শুনতে মন চায়
এসো আমার ফিরে ।
অনুতাপ
অনুতাপ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
পাপে পাপে কেটে যায়
আমাদের জীবন,
এই ভবে একদিন হবেই মরণ ।
সময়ের নাই দাম
ভুল পথেই যতো কাম,
এই ভাবে চলবে আর কতদিন ?
রক্ত ঘামের কষ্ট গুলো
থাকবে পড়ে শুধু এই ভবে,
শূন্য হাতে যেতে হবে
সব ছেড়ে একা তুমিই রবে ।
আসবেনা কাজে আর ভেবেছো কি একবার ।
হতাশায় কেটে যায় প্রতিদিন ।
তুমি সময়ের সাথে সাথে
করো অনুতাপ,
রবের থেকে তুমি
চেয়ে নাও মাফ ।
হাশরের দিন তবে আরশের ছায়া পাবে
ধন্য হবে তবে সেদিন ।।
শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
প্রতারক চিনতে হবে
প্রতারক চিনতে হবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
প্রতারক চিনতে হবে যে,
প্রতারক চিনবে কি করে !
না চিনিলে প্রতারণায়
ধ্বংস হবে রে ।
ভালোবাসতে দেয়না ওরা
অন্য কাউকে,
পদে পদে ক্ষতির সাধন
করে তোমাকে ।
এমন বন্ধু
হয় যদি তোমারে ।
না চিনিলে প্রতারণায়
ধ্বংস হবে রে ।
লোক দেখানো কাজ করে যায়
ওই যে প্রতারক,
শিরায় শিরায় রক্ত কণায়
থাকে সর্বাত্মক ।
এমন যদি
জানতে পারো তুমি তারে ।
না চিনিলে প্রতারণায়
ধ্বংস হবে রে ।।
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
ভালোবাসতে ভুলো না
ভালোবাসতে ভুলো না
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
তোমার দলে নেই যে বলে
তাকে শত্রু ভেবোনা,
তোমার অজানায় বন্ধু হবে সে
ভালোবাসতে ভুলো না ।
ভালোবাসা মানুষের হৃদয় কাটে
বয়ে আনে শান্তি,
হিংসা বিভেদ হয়ে যায় দূর
দূর হয় ক্লান্তি ।
হোক সে দূরের অপ্রিয় কেউ
দুঃখ তাকে দিওনা,
তোমার অজানায় বন্ধু হবে সে
ভালোবাসতে ভুলো না ।
পরনিন্দা মানুষের অন্ধ করে
ধ্বংস করে সুখ্যাতি,
হতাশা জীবনে বয়ে আনে
নষ্ট হয় সম্প্রীতি ।
দুদিনের জীবনের অহংকারে
নিজেকে ধ্বংস করো না ।
তোমার অজানায় বন্ধু হবে সে
ভালোবাসতে ভুলো না ।।
বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
মায়া জড়ানো এই পৃথিবীতে
মায়া জড়ানো এই পৃথিবীতে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
মায়া জড়ানো এই পৃথিবীতে
তোর যে কতো কদর,
তোর জন্য কাঁদে রে কবর
তুই রাখিস নারে খবর ।
ইচ্ছে মতো এই মনটাকে
করলি পরিচালনা,
পরকালের চিন্তা করে
জীবন গড়া হলো না ।
কোন্ মায়া তোর পিছু টানে
ভুল যে করিস বারেবার ।
অহংকারে কাটে জীবন
কাঁদে না অন্তর ।
যে মায়া তোর ধ্বংস ডাকে
তাকে তুইও চিনলি না,
তোর সুখেতেই যারা হাসে
তাদের আপন করলি না ।
তোর এই মনকে করলি না তুই
জান্নাতের ওই ঘর ।
অহংকারে কাটে জীবন
কাঁদে না অন্তর ।।
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
রবের থেকে
রবের থেকে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
রবের থেকে নাও গো চেয়ে
তুমি বারে বার,
পাহাড় সম হোক না গোনাহ
তবু যে তোমার ।
স্রষ্টা মুখি হলে তোমার
ক্ষমার দরজা খোলা,
বাকি জীবন এমনি করে
হয় যদি পথ চলা ।
তওবা করো রবের কাছে
খুলতে মনের দুয়ার ।
পাহাড় সম হোক না গোনাহ
তবু যে তোমার ।
রবকে খুশি করলে তুমি
পাবে যে জান্নাত,
তুমিই হলে এই পৃথিবীর
শ্রেষ্ঠ নিয়ামত ।
তাঁর হুকুমেই জীবন গড়ো
ঘুচবে যে আঁধার ।
পাহাড় সম হোক না গোনাহ
তবু যে তোমার ।।
ধৈর্য্য হারা
ধৈর্য্য হারা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
আমি মুসিবতের সময় যেন
ধৈর্য্য না হারায়,
ওগো মালিক তোমার কাছে
এই ফরিয়াদ তাই ।
এই পৃথিবী সুখ দুঃখেতে
জানি তোমার গড়া,
শস্য শ্যামল সবুজ দিয়েও
এই পৃথিবী ভরা ।
কতো সহায় আজ অসহায়
তোমার ইশারায় ।
ওগো মালিক তোমার কাছে
এই ফরিয়াদ তাই ।
কবুল করো দ্বীনের পথে
আনতে সুদিন,
আমার দুই জীবনের জীবন করো
তুমি যে রঙিন ।
তোমার আদেশ মান্য করে
জীবন গড়তে চাই ।
ওগো মালিক তোমার কাছে
এই ফরিয়াদ তাই ।।
১২:০৭pm
১৩/০৯/২০২২
সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
তুমিই শ্রেষ্ঠ উম্মত
তুমিই শ্রেষ্ঠ উম্মত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
প্রিয় রাসূলের তরিকা মেনে
জীবন গড়ো তুমি,
তুমিই হবে শ্রেষ্ঠ উম্মত
সবার থেকে দামি ।
যে বিলালের কেউ ছিলো না
ছিলো না যে সম্মান,
তাকে ভালোবেসে তিনি
হলেন জান্নাতের মেহমান ।
করো গোলামী সেই রবেরই
হও যে নবীর প্রেমী ।
তুমিই হবে শ্রেষ্ঠ উম্মত
সবার থেকে দামি ।
যে রাসূলের আদর্শতে
শান্তি ফিরে আসে,
আকাশ বাতাস পশু পাখি
সবাই ভালোবাসে ।
সেই রাসূলের দেখানো পথে
হও গো অনুগামী ।
তুমিই হবে শ্রেষ্ঠ উম্মত
সবার থেকে দামি । ।
আমিই অসহায়
আমিই অসহায়
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
আমি যখন যাবো মারা
কাঁদবে বাবা ভাই,
কাঁদবে আমার আপন স্বজন
শুধু আমিই অসহায় ।
আমি কিছু বলতে চাই
কেউ তো কথা শোনে না,
বুকের জমা কষ্ট গুলো
সইতে তো আর পারি না ।
এক এক করে আমায় রেখে
সবাই দূরে সরে যায় ।
কাঁদবে আমার আপন স্বজন
শুধু আমিই অসহায় ।
বাবা আমায় নিয়ে করবে আদর
আয়না ফিরে খোকন সোনা,
তোর পাশে তে আছি বসে
একটু চেয়ে দেখনা ।
চোখের পানি ছেড়ে বাবা
বলতে থাকে উঠে আয় ।
কাঁদবে আমার আপন স্বজন
শুধু আমিই অসহায় ।।
শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
শূন্য হাতে ওই কবরে
শূন্য হাতে ওই কবরে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
মন কাঁদে রে মন কাঁদে রে এই মন কাঁদে রে,
শূন্য হাতে ওই কবরে যেতে হবে,
আমলনামা খালি হলে
সেদিন কি হবে !!
ওই কবরেতে নেইকো বাতি
পাবেনা গো তুমিই সাথী,
সঞ্চয় তুমি করলে নেকি
মুক্তি তবে পাবে ।
ধ্বংস হওয়ার আগেই তুমি
কেন ধ্বংস হবে ।
আমলনামা খালি হলে
সেদিন কি হবে !!
এই জীবনটাকে করোনা গো
তুমি অবহেলা,
একটু ভেবে দেখো সেদিন
শাস্তি পাবে মেলা ।
দিন ফুরানোর আগেই তুমি
রাখো ভাবনা ভেবে ।
আমলনামা খালি হলে
সেদিন কি হবে !!
এক হও আলেমেদ্বীন
এক হও আলেমেদ্বীন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
এক হও আলেমেদ্বীন
হবে তুমি যেদিন,
শান্ত হবে এই ধরা
আসবে সুদিন ।
তুমি স্রষ্টার নিয়ামত রাসূলের উম্মত,
বিশ্ব বাসীর তুমি পথ দিশারী ।
যে পথের আজ তুমি
বার্তা বাহক,
জানি সে পথেরই কাজ
নেতিবাচক ।
তবু কেন দূরে দূরে আলেমেদ্বীন
করো আহ্বান হও একত্রিত ।
তুমি স্রষ্টার নিয়ামত রাসূলের উম্মত,
বিশ্ব বাসীর তুমি পথ দিশারী ।
তুমি জানি এই পথের
সংগ্রামী কর্মী,
সবার থেকে তুমি
অনেক বেশি দামী ।
তাই তো তোমাকে রাসূলের তরিকায়
করতে হবে দ্বীন জয়ী ।
তুমি স্রষ্টার নিয়ামত রাসূলের উম্মত,
বিশ্ব বাসীর তুমি পথ দিশারী । ।
বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
যেমন ছিলেন তিতুমীর
যেমন ছিলেন তিতুমীর
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
তোমাকে হতে হবে সৎ,
হতে হবে বীর,
যেমন ছিলেন বাঁশেরকেল্লার
শহীদ তিতুমীর ।
তেমনি করে তোমার আমার,
রাখতে হবে মোদের সবার ।
আনতে সুদিন লড়তে হবে,
ঘুচবে তবে কালো আঁধার ।
আসবে সুদিন রাখতে হবে
লক্ষ্য যে স্থির ।
যেমন ছিলেন বাঁশেরকেল্লার
শহীদ তিতুমীর ।
ন্যায়ের পথে চলতে হবে,
সাহস রেখে বলতে হবে ।
রক্ত জানি ঝরবে তোমার,
বিজয় তবু আনতে হবে ।
মাজলুম তবে মুক্তি পাবে
ঘুচবে দুঃখ দুঃখীর ।
যেমন ছিলেন বাঁশেরকেল্লার
শহীদ তিতুমীর ।
তিতুমীর তোমারই নাম
তিতুমীর তোমারই নাম
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
তিতুমীর তোমারই নাম আজও লেখা আছে
সংগ্রামী মানুষেরই অন্তরে,
সর্বশক্তি দিয়ে সংগ্রাম করেছিলে
জীবন বিলিয়েছো অকাতরে ।
দিকে দিকে যখন
জালিমের হুংকার,
হও এক হও বলে
ঘোষণা যে তোমার ।
রক্ত ঝরবে তবু পিছু হটবে না,
আনতে সুদিন সংসারে ।
জীবনের শেষ সময়
আসবে জানি হায়,
থামবে না তবু তুমি
আসবেই বিজয় ।
এই প্রত্যাশা ছিলো তোমার ওই রক্তে
সুখী হবে দেশ বাসী জীবন ভরে ।।
সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
হারিয়ে যাবে
হারিয়ে যাবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
বকুলের মুকুল হারিয়ে যাবে,
হারিয়ে যাবে ওই নদীর দুকুল ।
রবে শুধু পড়ে কাট পুড়া ছাই,
ঝরে যাবে নিয়মেই শত শত ফুল ।
হারিয়ে যাবে ওই চাঁদের আলো,
আরো হারিয়ে যাবে তারা গুলো ।
সাগরে ঢেউ জানি থাকবে না আর,
এ ভাবেই সব কিছু হবে নির্মূল ।
তুমি এ ভাবে হারিয়ে যাবে একদিন,
থেমে যাবে সব কিছু নেই বেশি দিন ।
করেছো এই ভবে যত আয়োজন
রয়ে যাবে জীবনের শত শত ভুল ।
খাটিয়া
খাটিয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
খাটিয়া আসবে রে তোর্ দুয়ারে,
সেদিন তোর্ কাঁদবে সবাই ঘিরে ।
ও বন্ধু ! বিদায় দেবে আপন স্বজনে,
ও বন্ধু ! বন্ধ হবে সঞ্চয় জীবনে ।
এই দুনিয়ায় রাজা ছিলি
ছিলো কতো বাহাদুরি,
কেমন করে করবি এখন
সব কিছুতেই ছলচাতুরি !
দুদিন পরে ভুলে যাবে
আপন সন্তানে ।
ও বন্ধু ! বিদায় দেবে আপন স্বজনে,
ও বন্ধু ! বন্ধ হবে সঞ্চয় জীবনে ।
অন্যায় পথে সময়টাকে
করলি রে তুই নষ্ট,
কতো অসহায় পেলো রে তোর্
ওই ব্যবহারে কষ্ট ।
একটু যদি হতে সহায়
রাখতো সবাই মনে ।
ও বন্ধু ! বিদায় দেবে আপন স্বজনে,
ও বন্ধু ! বন্ধ হবে সঞ্চয় জীবনে ।
স্বপ্নে দেখি কাবা
স্বপ্নে দেখি কাবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
আমি স্বপ্ন দেখি করবো তাওয়াফ
তোমার শ্রেষ্ঠ ঘর,
আমায় তুমি করোনা গো
ওগো আল্লাহ পর ।
নাই টাকা নাই ওই সুদূরে
কেমনে দেবো পাড়ি,
সবই কিছু জানো তুমি
আমার মনের আহাজারি ।
সুযোগ করে দাও গো আল্লাহ
তোমার এই বান্দার ।
আমায় তুমি করোনা গো
ওগো আল্লাহ পর ।
হাজার হাজার মানুষ তোমার
করছে বন্দেগী,
তোমার ঘরের গেলাফ ধরে
গড়ছে জিন্দেগি ।
আমার এই আশাতে বুক যে ভাসে
কাঁদে যে অন্তর ।।
আমায় তুমি করোনা গো
ওগো আল্লাহ পর ।
পড়া লেখা শেখা
পড়া লেখা শেখা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ)
পরিচালক: শেখ তারিক আনোয়ার (কোলকাতা হাওড়া)
https://youtu.be/wagCZ69O1HI
পড়তে হবে লিখতে হবে
শিখতে হবে সোনা,
শুনতে হবে বুঝতে হবে
তবেই হবে জানা ।
ভালো মন্দ বুঝতে হবে
জানতে হবে ওটা কি ?
কে দিয়েছে নয়ন মাঝে
সূর্যের মতো আঁখি !
জানতে হবে আরো কিছু
যা আছে সব অজানা ।
শুনতে হবে বুঝতে হবে
তবেই হবে জানা ।
প্রশ্ন কর শুধু তুমি
জানার আগ্রহী হও,
জানতেই হবে অনেক কিছু
জানার প্রশ্ন করে যাও ।
একদিন তুমি সফল হবে
রাখো মনে এই কামনা ।
শুনতে হবে বুঝতে হবে
তবেই হবে জানা ।
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
বড়ো হতে হলে
বড়ো হতে হলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
বড়ো হতে হলে তোমার
হতে হবে সৎ,
তুমি কাউকে কথায়
দিওনা আঘাত ।
সৎ মানুষ সত্য পথে
চলে সারাক্ষন,
মানুষেরই সেবা করে
বিপদ আসে যখন ।
ভালোবেসে কাছে টেনে
দেখায় সঠিক পথ ।
তুমি কাউকে কথায়
দিওনা আঘাত ।
পদে পদে বিপদে
পড়ে কতো জন,
ভালো মনের মানুষেরা
ছায়া হয় তখন ।
সেই ভালো হতে তোমায়
নিতে হবে শপথ ।।
তুমি কাউকে কথায়
দিওনা আঘাত ।