শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

দুচোখ মেলে দেখো

দুচোখ মেলে দেখো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমাকে ভালোবাসে যে সবার চেয়ে
তাকে কেমনে ভুলে থাকো !
তোমারই জন্য অগণিত নিয়ামত
দুচোখ মেলে দেখো । 

এই পৃথিবীর এতো মায়া 
সব কিছু পড়ে রবে, 
ক্ষনিকের মোহে তবু আছো ডুবে 
রবে না জেনেও ভবে । 
মিছে আশা ভালোবাসা স্বপ্ন নিয়ে 
তাকে কেমনে ভুলে থাকো !
তোমারই জন্য অগণিত নিয়ামত
দুচোখ মেলে দেখো । 

স্বার্থ ছাড়া ভালোবেসে তিনি
করেছে তোমাকেই সৃষ্টি, 
শ্রেষ্ঠ বানিয়ে দেয়নি ছেড়ে 
দিয়েছে দুচোখে দৃষ্টি ।
তবুও কেন বলো তুমি 
কেমনে ভুলে থাকো !
তোমারই জন্য অগণিত নিয়ামত
দুচোখ মেলে দেখো ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন