এই পৃথিবীর মায়ায় পড়ে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
এই পৃথিবীর মায়ায় পড়ে
ভুল যে করি বারেবার,
তুমি মোরে ক্ষমা করো
ওগো মালিক পরওয়ারদেগার ।
তুমি সেরা সৃষ্টি করে
বানিয়েছ এই আমার,
তাই তো আমি বারেবারে
শুকুর গুজার করি তোমার ।
ক্ষমার যোগ্য করো মোরে
হইনি নিরাশ তোমার দয়ার ।
তুমি মোরে ক্ষমা করো
ওগো মালিক পরওয়ারদেগার ।
সুস্থ সবল দেহ দিলে
বোঝার মতো দাওগো মন,
অবুঝ মনের মত যেন
না হারিয়ে যায় জীবন ।
এই আশাতে আসি ফিরে
তোমার কাছে বারেবার ।
তুমি মোরে ক্ষমা করো
ওগো মালিক পরওয়ারদেগার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন