মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

কার হুকুম মানে

কার হুকুম মানে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

মিটিমিটি জ্বলে তারা 
কার হুকুম মানে ?
ওই সবুজের রঙের খেলা 
কার হুকুম মানে ?
বল কার হুকুম মানে ?

এই ধরণীর ধরনীতে, 
সব কিছু হয় দিনে রাতে ।
দিনের শেষে সূর্য বল কার হুকুম মানে ?
বল কার হুকুম মানে ? 
মিটিমিটি জ্বলে তারা.... 

ওই পিখিরা মেলে পাখা আকাশেতে ওড়ে, 
এই পৃথিবী কেমন করে আপন কক্ষে ঘোরে ?
সবাই সবার রবের মানে..
ভাবো না একবার মনে । 
মিটিমিটি জ্বলে তারা....।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন