রবিবার, ২০ নভেম্বর, ২০২২

ঈমানের গতি

ঈমানের গতি
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 


ঈমানের গতি দাও বাড়িয়ে প্রভু,

তুমি এই হৃদয়ে (২বার) 

শান্তি দাও ঢেলে রহম ধারায়,

কম্পিত করো মন তোমার ভয়ে।

ঐ................................।

এই চলার মাঝে

 কত বাঁকা পথে

কেটে গেছে আমার জীবন

ছিল নিষেধ যত সব 

সেখানেই তত ভাব

করেছে দুই নয়ন।

ওগো প্রভু তোমার দয়ায়

ধ্বংসের হাত থেকে নাও আমায় বাঁচিয়ে।

ঐ............


করেছি যে কত পাপ

জানি হবে না মাফ

তবু তোমার কাছে যাই বারবার

ভুলে যায় নেয়ামত

তোমার ঐ বরকত

বন্ধ করনি তবু আমার আহার

সীমাহীন দয়াময় ক্ষমা করো

তোমার রহম দিয়ে দাও আমায় ভিজিয়ে ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন