প্রতারক চিনতে হবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
প্রতারক চিনতে হবে যে,
প্রতারক চিনবে কি করে !
না চিনিলে প্রতারণায়
ধ্বংস হবে রে ।
ভালোবাসতে দেয়না ওরা
অন্য কাউকে,
পদে পদে ক্ষতির সাধন
করে তোমাকে ।
এমন বন্ধু
হয় যদি তোমারে ।
না চিনিলে প্রতারণায়
ধ্বংস হবে রে ।
লোক দেখানো কাজ করে যায়
ওই যে প্রতারক,
শিরায় শিরায় রক্ত কণায়
থাকে সর্বাত্মক ।
এমন যদি
জানতে পারো তুমি তারে ।
না চিনিলে প্রতারণায়
ধ্বংস হবে রে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন