রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

যে কুরআন দেখিয়ে ছিল

যে কুরআন দেখিয়ে ছিল
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

যে কুরআন দেখিয়ে ছিল
মানুষের ওই মুক্তির পথ,
সেই কুরআন আজও আছে
থাকবে আরো ভবিষ্যৎ ।

তাই তো বলি নাও গো তুমি
কুরআন থেকে জ্ঞান,
বিশ্ব জয়ী হাফেজ যারা
তাদের কতো সম্মান ।
যে কুরআন শান্তি পেতে
দেয় যে তোমার মতামত,
সেই কুরআন আজও আছে
থাকবে আরো ভবিষ্যৎ ।

সুখে দুঃখে বিপদ কালে
যারে পাঠ করিলে,
অন্ধ অবুঝ মানুষটির ও
জ্ঞানের চক্ষু খোলে ।
সেই কিতাব দুই জগতের
হোক যে তোমার সম্পদ,
সেই কুরআন আজও আছে
থাকবে আরো ভবিষ্যৎ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন