মমিন হতে হলে তোমার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
মমিন হতে হলে তোমার
গড়বে শিশা ঢালা প্রাচীর,
বাতিলের কাছে তবু
নত হবে না শির ।
হালাল হারাম জানতে হবে
মানতে হবে খোদার বাণী,
কাজে কামে সর্বদাতে
নিতে হবে তারই ধ্বনি ।
এই দুনিয়ার সুখের জন্য
তুমি হয়োনা বধির ।
বাতিলের কাছে তবু
নত হবে না শির ।
সাচ্চা ঈমান আনবে যবে
দ্বীন বিজয় হবেই তবে,
দ্বীনের বাতি জ্বালতে গিয়ে
পদে পদে বাধা পাবে ।
তবেই তুমি বুঝবে সেদিন
আসবে সুদিন ঘুচবে আঁধার ।
বাতিলের কাছে তবু
নত হবে না শির ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন