ভালোবাসতে ভুলো না
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
তোমার দলে নেই যে বলে
তাকে শত্রু ভেবোনা,
তোমার অজানায় বন্ধু হবে সে
ভালোবাসতে ভুলো না ।
ভালোবাসা মানুষের হৃদয় কাটে
বয়ে আনে শান্তি,
হিংসা বিভেদ হয়ে যায় দূর
দূর হয় ক্লান্তি ।
হোক সে দূরের অপ্রিয় কেউ
দুঃখ তাকে দিওনা,
তোমার অজানায় বন্ধু হবে সে
ভালোবাসতে ভুলো না ।
পরনিন্দা মানুষের অন্ধ করে
ধ্বংস করে সুখ্যাতি,
হতাশা জীবনে বয়ে আনে
নষ্ট হয় সম্প্রীতি ।
দুদিনের জীবনের অহংকারে
নিজেকে ধ্বংস করো না ।
তোমার অজানায় বন্ধু হবে সে
ভালোবাসতে ভুলো না ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন