সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

স্বপ্নে দেখি কাবা

স্বপ্নে দেখি কাবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আমি স্বপ্ন দেখি করবো তাওয়াফ
তোমার শ্রেষ্ঠ ঘর,
আমায় তুমি করোনা গো
ওগো আল্লাহ পর ।

নাই টাকা নাই ওই সুদূরে
কেমনে দেবো পাড়ি,
সবই কিছু জানো তুমি
আমার মনের আহাজারি ।
সুযোগ করে দাও গো আল্লাহ
তোমার এই বান্দার ।
আমায় তুমি করোনা গো
ওগো আল্লাহ পর ।

হাজার হাজার মানুষ তোমার
করছে বন্দেগী, 
তোমার ঘরের গেলাফ ধরে
গড়ছে জিন্দেগি ।
আমার এই আশাতে বুক যে ভাসে 
কাঁদে যে অন্তর ।।
আমায় তুমি করোনা গো
ওগো আল্লাহ পর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন