আমার প্রিয় শিল্পী মাহফুজ ভাইয়ের স্মৃতি মনে করে গানটি লেখা ।
মাহফুজ ভাই তোমারই নাম
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
মাহফুজ ভাই তোমারই নাম
থাকবে লেখা
সব মানুষেরই অন্তরে ।
সবার হৃদয়
করেছিলে জয়
তোমার মিষ্টি সুরে ।
তোমারই জন্য এই ভুবন
কাঁদে সারাক্ষন,
নেই তুমি এই কথা
শোনেনা মন ।
জানি তুমি আসবে না মন তবু মানে না
মানায় কেমন করে !
কোকিলের কন্ঠ
পেয়ে ছিলে তুমি এই ভবে,
ভালোবাসা দিলে
ভালোবাসা নিবে তোমার স্রোতা ভেবে ।
তোমার ওই কুহুতান শুনতে মন চায়
এসো আমার ফিরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন