পড়া লেখা শেখা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
সুরকার: এস এম মঈন (বাংলাদেশ)
পরিচালক: শেখ তারিক আনোয়ার (কোলকাতা হাওড়া)
https://youtu.be/wagCZ69O1HI
পড়তে হবে লিখতে হবে
শিখতে হবে সোনা,
শুনতে হবে বুঝতে হবে
তবেই হবে জানা ।
ভালো মন্দ বুঝতে হবে
জানতে হবে ওটা কি ?
কে দিয়েছে নয়ন মাঝে
সূর্যের মতো আঁখি !
জানতে হবে আরো কিছু
যা আছে সব অজানা ।
শুনতে হবে বুঝতে হবে
তবেই হবে জানা ।
প্রশ্ন কর শুধু তুমি
জানার আগ্রহী হও,
জানতেই হবে অনেক কিছু
জানার প্রশ্ন করে যাও ।
একদিন তুমি সফল হবে
রাখো মনে এই কামনা ।
শুনতে হবে বুঝতে হবে
তবেই হবে জানা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন