বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

বড়ো হতে হলে

বড়ো হতে হলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

বড়ো হতে হলে তোমার
হতে হবে সৎ,
তুমি কাউকে কথায়
দিওনা আঘাত ।

সৎ মানুষ সত্য পথে
চলে সারাক্ষন, 
মানুষেরই সেবা করে
বিপদ আসে যখন ।
ভালোবেসে কাছে টেনে
দেখায় সঠিক পথ ।
তুমি কাউকে কথায়
দিওনা আঘাত ।

পদে পদে বিপদে
পড়ে কতো জন,
ভালো মনের মানুষেরা
ছায়া হয় তখন ।
সেই ভালো হতে তোমায়
নিতে হবে শপথ ।।
তুমি কাউকে কথায়
দিওনা আঘাত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন