বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

যেমন ছিলেন তিতুমীর


যেমন ছিলেন তিতুমীর
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তোমাকে হতে হবে সৎ,
হতে হবে বীর,
যেমন ছিলেন বাঁশেরকেল্লার
শহীদ তিতুমীর ।

তেমনি করে তোমার আমার,
রাখতে হবে মোদের সবার ।
আনতে সুদিন লড়তে হবে,
ঘুচবে তবে কালো আঁধার ।
আসবে সুদিন রাখতে হবে
লক্ষ্য যে স্থির  ।
যেমন ছিলেন বাঁশেরকেল্লার
শহীদ তিতুমীর ।

ন্যায়ের পথে চলতে হবে,
সাহস রেখে বলতে হবে ।
রক্ত জানি ঝরবে তোমার,
বিজয় তবু আনতে হবে ।
মাজলুম তবে মুক্তি পাবে
ঘুচবে দুঃখ দুঃখীর ।
যেমন ছিলেন বাঁশেরকেল্লার
শহীদ তিতুমীর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন