তুমিই শ্রেষ্ঠ উম্মত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
প্রিয় রাসূলের তরিকা মেনে
জীবন গড়ো তুমি,
তুমিই হবে শ্রেষ্ঠ উম্মত
সবার থেকে দামি ।
যে বিলালের কেউ ছিলো না
ছিলো না যে সম্মান,
তাকে ভালোবেসে তিনি
হলেন জান্নাতের মেহমান ।
করো গোলামী সেই রবেরই
হও যে নবীর প্রেমী ।
তুমিই হবে শ্রেষ্ঠ উম্মত
সবার থেকে দামি ।
যে রাসূলের আদর্শতে
শান্তি ফিরে আসে,
আকাশ বাতাস পশু পাখি
সবাই ভালোবাসে ।
সেই রাসূলের দেখানো পথে
হও গো অনুগামী ।
তুমিই হবে শ্রেষ্ঠ উম্মত
সবার থেকে দামি । ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন