বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

তিতুমীর তোমারই নাম


তিতুমীর তোমারই নাম
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তিতুমীর তোমারই নাম আজও লেখা আছে
সংগ্রামী মানুষেরই অন্তরে,
সর্বশক্তি দিয়ে সংগ্রাম করেছিলে
জীবন বিলিয়েছো অকাতরে ।

দিকে দিকে যখন
জালিমের হুংকার,
হও এক হও বলে
ঘোষণা যে তোমার ।
রক্ত ঝরবে তবু পিছু হটবে না,
আনতে সুদিন সংসারে ।

জীবনের শেষ সময়
আসবে জানি হায়,
থামবে না তবু তুমি
আসবেই বিজয় ।
এই প্রত্যাশা ছিলো তোমার ওই রক্তে
সুখী হবে দেশ বাসী জীবন ভরে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন