শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

শূন্য হাতে ওই কবরে

শূন্য হাতে ওই কবরে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মন কাঁদে রে  মন কাঁদে রে এই মন কাঁদে রে,
শূন্য হাতে ওই কবরে যেতে হবে,
আমলনামা খালি হলে
সেদিন কি হবে !!

ওই কবরেতে নেইকো বাতি
পাবেনা গো তুমিই সাথী,
সঞ্চয় তুমি করলে নেকি
মুক্তি তবে পাবে ।
ধ্বংস হওয়ার আগেই তুমি
কেন ধ্বংস হবে ।
আমলনামা খালি হলে
সেদিন কি হবে !!

এই জীবনটাকে করোনা গো
তুমি অবহেলা,
একটু ভেবে দেখো সেদিন
শাস্তি পাবে মেলা ।
দিন ফুরানোর আগেই তুমি
রাখো ভাবনা ভেবে ।
আমলনামা খালি হলে
সেদিন কি হবে !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন