বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

তুমি আলোর পথে

তুমি আলোর পথে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
 
তুমি আলোর পথে
সত্যের মশাল জ্বালবে না!
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।

জ্বলবে আলো ঘুচবে কালো
শান্তিই হবে ঠিকানা ।

ওই যে শিশু পড়ে আছে
পথের ধারে,
কতো যুবক হয় যে ধ্বংস
যুগের ভারে ।
তোমার দৃষ্টি ওদের ওপর
পড়বেনা ভাই পড়বেনা,
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।

আলোর পথের সাথী বানাও
একটি একটি করে,
ইটের পরে আর একটি ইট
যেমন রাখে ধরে ।
তেমনি ভালোবাসা দিতে
ভুলো না ভাই ভুলো না
হেসে হেসে শহীদের কাতারে
সামিল হবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন