লেখো গান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
লেখো গান
যে গানে আছে জ্ঞান ।
চিনতে সহজ হবে তবে স্রষ্টার বিধান,
বুঝতে সহজ হবে তবে জীবনের মান ।
লেখো লেখো রহিম রহমানের নামে গান,
সর্বদা ওই নামেরই করো গুনোগান ।
আল্লাহ মহান আল্লাহ মহান....
সেই গানেরই সুরে সুরে করো আহ্বান ।
যার দয়াতে আমরা মানুষ সৃষ্টির সেরা দান,
যার ভালোবাসা পেয়ে পেয়েছি সম্মান ।
সেই রবেরই হুকুম মেনে যাও লিখে যাও গান,
আল্লাহ মহান আল্লাহ মহান....
সেই গানেরই সুরে সুরে করো আহ্বান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন