বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

মায়া জড়ানো এই পৃথিবীতে

মায়া জড়ানো এই পৃথিবীতে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মায়া জড়ানো এই পৃথিবীতে
তোর যে কতো কদর,
তোর জন্য কাঁদে রে কবর
তুই রাখিস নারে খবর । 

ইচ্ছে মতো এই মনটাকে
করলি পরিচালনা,
পরকালের চিন্তা করে
জীবন গড়া হলো না ।
কোন্ মায়া তোর পিছু টানে
ভুল যে করিস বারেবার ।
অহংকারে কাটে জীবন
কাঁদে না অন্তর । 

যে মায়া তোর ধ্বংস ডাকে
তাকে তুইও চিনলি না,
তোর সুখেতেই যারা হাসে
তাদের আপন করলি না ।
তোর এই মনকে করলি না তুই
জান্নাতের ওই ঘর ।
অহংকারে কাটে জীবন
কাঁদে না অন্তর ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন