বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

তোমার নামে পাখিরা

তোমার নামে পাখিরা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া

তোমার নামে পাখিরা
গান গেয়ে যায়,
তোমার নামে ভোমরেরা
মধু দিয়ে যায়,
তোমার নামে ফুল সুরভী ছড়ায় ।

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

সাগরের ঢেউ দেখো
উত্তাল হয় তোমার নামে,
চাঁদ সূর্য নিয়ম মেনে
চলে তোমার হুকুমে  ।
তোমার নামে ঝরে পড়ে ঝর্ণা ধারা
আল্লাহু আল্লাহ  ।

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

সবুজের মাঠ বলে
গায় আমি তোমারই গান,
মানুষ তবে কেন ভুলে
হয়ে যায় বেঈমান ?
তোমার নামের গুজার করে বৃষ্টি ধারা
আল্লাহু আল্লাহ  ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
09/12/2021

বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

আমরা

আমরা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা পৃথিবীকে
জাগাবো, জাগাবো, জাগাবো
আমরা বঞ্চিত মানুষের পাশে এসে
দাঁড়াবো দাড়াবো দাড়াবো ।

ডাকছে তোমায় জেগে উঠো
কাঁপছে সবাই উঠে দেখো,
লক্ষ্যে তুমি পৌঁছে যাবে
নিরাশ হয়ো নাকো ।

আশা ছেড়ো না, উঠে যেওনা, হাঁটতে থাকো ওই পথে,
তুমি হাঁটতে থাকো ওই পথে
সপ্ন ভেঙ্গনা হতাশা হয়োনা লক্ষ্যে তোমার পৌঁছাতে হবে,  লক্ষ্যে তোমার পৌঁছাতে হবে ।।
ডাকছে তোমায় জেগে উঠো কাঁপছে সবাই উঠে দেখো,
লক্ষ্যে তুমি পৌঁছে যাবে, নিরাশ হয়ো নাকো ।

তুমি ওদের ভয় পেওনা,
অধিকার তোমায় দেবে না,
ছিনিয়ে তোমার নিতে হবে,
তবেই তুমি জয়ী হবে ।
জ্বালিয়ে দাও তুমি সত্যের মশাল, আজ নতুবা কাল

ওই পথে চলো


ওই পথে চলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ওই পথে চলো, তুমি ওই পথে চলো,
যে পথে তোমার সোনার জীবন,
যে পথে তোমার আলোর জীবন
আছে ভবিষ্যত ।

সুপথ হারালে তুমি পাবে না নাজাত,
কাটবে দিন শুধু স্বপ্নে দিবারাত ।
মনের দ্বন্দ্ব ছাড়ো একটি রাস্তা ধরো
যে পথে তোমার সোনার জীবন
যে পথে তোমার আলোর জীবন
আছে ভবিষ্যৎ ।

তোমার নামে আমি গান গাই প্রভু


তোমার নামে আমি গান গাই প্রভু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমার নামে আমি গান গাই প্রভু
তোমার নামে গান গাই,
তোমার নামে আমি গান গাই প্রভু
তোমার নামে গান গাই ।

তুমি দিয়েছো বাতাস দিয়েছো আলো
মোদের রেখেছো ভালো ।
জয় পরাজয় জীবনেতে হয়
দিয়েছো মোদের তাই জ্ঞানের আলো ।

সৃষ্টির শ্রেষ্ঠ তুমি করেছো মোদের
আর দিয়েছো সম্মান,
চলার পথে পদে পদে আমি করি ভুল
তাও করোনি অপমান ।

গোড়ে তোলো সমাজ

     
গোড়ে তোলো সমাজ [গান]
তরিকুল ইসলাম খালাসী
   মধ্যবেনা,বাদুড়িয়া

চলো চলো চলো
তুমি সত্যের পথে চলো
আওয়াজ তোলো আওয়াজ
গোড়ে তোলো সমাজ ।

আসমানী বাণী তুমি সঙ্গী করো
জীবনে মেখে নিয়ে জিন্দা করো
সুখের জীবন পাবে তুমি
আখেরি হিসাব যদি এখন করো ।

রাতকে তুমি জায়নামাজে যদি কাটাতে পারো
রক্ত দিয়েও এই সমাজ তুমি বাঁচাতে পারো ।
স্বপ্ন চোখে বসে না থেকে
সংগ্রাম করে তুমি আগে বাড়ো ।

তুমি গর্বের সাথে বলো

তুমি গর্বের সাথে বলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি গর্বের সাথে বলো আমি হলাম ভারতবাসী
ওরা যতই বলুক  ভিন্নদেশি ।

এই মাটিতেই রক্ত আমার এই মাটিতেই ঘাম
এই মাটিতেই প্রাণ দেবো তবু থাকবে আমার নাম ।
তাই গর্বের সাথে বলো আমি হলাম ভারতবাসী

এই মাটিতেই শুয়ে আছে আমার পূর্বপুরুষেরা
স্বাধীনতা আনলো তারা, তারাই যুগের সেরা ।
কেন আমায় বলতে দ্বিধা আমি ভারতবাসী
ওরা কেন সুযোগ পেল বলতে ভিন্নদেশি ।

বসে থাকার আর তো সময় নাই
থাকলে বসে নিজের দেশেও থাকা হবে দায় ।
আনতে সুদিন আমরা সবাই

তুমিই ধ্বংস হবে

তুমিই ধ্বংস হবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

কেমন করে শান্তির কথা
বলবে তুমি বলো ?
শান্ত সিষ্ঠ প্রভাবিত
যদি না হয়ে চলো!

তোমার কথায় জ্বলে যদি
ধর্ম বিষের আগুন,
নষ্ট মানসিকতার কারণে আজ
জ্বলছে দেশ দ্বিগুণ ।

ভাবলে হয় কষ্ট এমন মনের মানুষের আছে
আজ সমাজে ভক্ত,
এরা নিষ্ঠুর এরাই হিংস্র
ভায়ের খায় রক্ত ।

ওরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে
ধর্ম ধর্ম খেলায় আজ হয়েছে মত্ত,
লক্ষ্য লক্ষ্য ধ্বংস করেছে নিষ্পাপ জীবন
কাউকে বা পুড়িয়েছে জীবন্ত ।

অবশ্যই! এদের থেকে তোমার আমার
থাকতে হবে দূরে,
নচেৎ! তুমিই ধ্বংস হবে
জনম জনম ভরে ।

লেখার সময়: ৭:২০am
তারিখ: ২৯.০৯.২০২১

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

পাল ছাড়া হরিণের মতো

পাল ছাড়া হরিণের মতো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি পাল ছাড়া হরিণের মতো,
পাল ছাড়া হরিণের মতো,
হয়োনা একা বন্ধু হয়োনা একা,
নষ্ট হয়ে যাবে তোমার জীবন চাকা ।

একা একা থাকার জ্বালা জানে বাবা হারা খোকা,
একা বড়ো হওয়া যায়না যাইনা কিছু শেখা ।
বড়ো হতে হলে বন্ধু ভালো সঙ্গী সাথে চাই,
সাথী ছাড়া এই জীবনে দুঃখ অনেক থেকে যায় ।

বিষের জ্বালা কতখানি করে দেহে জ্বালা,
দুঃখের জ্বালায় পুড়ে ছারখার হয়তো জীবন ফালা ।
তাই বলি শোনো প্রিয় বন্ধু মুখে দাও তালা,
মনের সাথী হারিয়ে গেলে পাবে দুঃখ মেলা ।

12.9.2021

পড়ো সালাত

পড়ো সালাত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

উম্মাত উম্মাত
রাসুলের উম্মাত,
হতে যদি চাও তুমি পড়ো সালাত,
কায়েম কর সালাত ।

যারা সমাজে সালাত কায়েম করেনা
তারা তো রাসুলের উম্মাত হবেনা
তোমার মাঝে তুমি খুঁজে দেখো
আছে কি এমন তফাৎ !

রাসুলের দেখানো পথ ধরেই
তুমি যদি হাটো ওই জীবন ভরেই,
শান্তির হাত ছানি পাবে তুমি
থাকবে সুখে ওই জান্নাতেই  ।

লেখার সময় : ১২:৫০pm
তারিখ: ২৮.০৯.২০২১

তোমারই দায়িত্ব

তোমারই দায়িত্ব
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

দু'মুঠো অন্ন দিয়ে কেন
নিজেকে মনে করো ধন্য !
তোমারই দায়িত্ব আছে তাই
হও তুমি মানুষের জন্য ।

বিবেক যার আছে
সেইতো থাকে মানুষের পাশে,
সুখে দুঃখে মিলে মিশে
করে কাজ হেসে হেসে ।

দুঃখের সাথী হবে তুমি
সময়কে দাও প্রাধান্য,
আচার আচরণে হয়োনা তুমি
জঘন্য সামান্য জঘন্য ।

হাওয়ায় উড়ে যায় চিটে জানি
থাকে আর কতক্ষণ,
শান্ত চিত্তে সত্য মনের উপকার
মানুষ পায় আজীবন ।।

লেখার সময়: ৩:২৬pm
তারিখ: ২৮.০৯.২০২১

অহংকারের গুনাহ

অহংকারের গুনাহ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমার আছে তাই কি হয়েছে... বলো (2)
কাউকে ছোট করো না,
অহংকারের গুনাহ
ক্ষমা কখনো হয়না ।

যারা পিছন দিয়ে ছুরির মতো কথার খোঁচা মারে,
মনে রেখো কঠিন আজাব আছে ওদের তরে ।
সুস্থ মনে কষ্ট করে নষ্ট হলে কেন তুমি
ভাইয়ের কথা একটু ভাবলে না ।

অহংকারের গুনাহ ক্ষমা কখনো হয়না ।

অর্থ যদি তোমার ওভাই অন্ধ করে দেয়,
রক্ত ঘামা কষ্ট গুলো বৃথা হয়ে যায় ।
বিবেক যদি না কয় কথা হারিয়ে যাবে তুমি
ধ্বংস ছাড়া এই জীবনে কিছুই পাবে না ।

অহংকারের গুনাহ ক্ষমা কখনো হয়না ।

22.09.2021

ওমরের মতো

ওমরের মতো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

নবীদের পথে আমি যেতে চাই,
জীবন পথের ওই দূর সিমানায় ।
হারিয়ে যেন আমি না যায় প্রভু
তোমার ওই সুপথে চালোও আমায়  ।

বেলালের মতো তাকওয়া দাও আমায়,
আলীর মতো সাহসী হতে চাই ।
ওমরের মতো বাদশা যেন
হয় মোদের সহায় ।

কতদিন কেটে গেছে অবহেলাতে ,
হারিয়ে গেছি আমি মিছে মায়াতে ।
ভাবি আমি বরেবার ক্ষমা করে দাও আমার,
হে প্রভু দুহাত তুলি তোমার দরবার ।
18.09.2021

সত্যনিষ্ঠ দল

সত্যনিষ্ঠ দল
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ভেঙ্গে পড়বে চলমান সভ্যতা
আসলেই সত্যনিষ্ঠ দল,
হায়নার দল সব পালিয়ে যাবে
লাগলেই ধাক্কা প্রবল ।

নতুন করে সূর্য উঠে
সত্যের আলো দিয়ে করবে উজ্জ্বল ।
ছল ছল ছল সব কলহল
ছাড়ে চলো সব মিছে মায়া জ্বাল ।

প্রয়োজন শুধুই নতুন শক্তি
আরো প্রয়োজন দূরবার সাহসী,
যারা ফেলতে জানে জাল ধরতে পারে হাল
তাদের কি কমে যায় মনোবল?

22.09.2021

সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ডানা ভাঙা পাখির কষ্ট

ডানা ভাঙা পাখির কষ্ট
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ডানা ভাঙা পাখির কষ্ট  2বার
কে বুঝিবে হায়,
সুখের সাথী সবাই হয়
দুঃখের সাথী নাইরে বন্ধু,
সুখের সাথী সবাই হয় দুঃখের সাথী নাই ।  ঐ

কষ্ট গুলো বুকে রেখে পাড়ি দেয় সুদূরে,
শূন্য পথে ভেসে ভেসে যায় যে তারা হারিয়ে । 2বার
এমন দুঃখের সময় সাথী (2) খুঁজে পাওয়া দায়,
সুখের সাথী সবাই হয়
দুঃখের সাথী নাইরে বন্ধু
সুখের সাথী সবাই হয় দুঃখের সাথী নাই । ঐ

রক্তের ভালবাসা যদি থাকে এই দুনিয়ায়,
হারিয়ে যাওয়ার পরে তারা জানি দুঃখ পাই । 2বার
মায়ার বাঁধন যবে থেকে (2)  বিলুপ্ত হয় ।
সুখের সাথী সবাই হয়
দুঃখের সাথী নাইরে বন্ধু
সুখের সাথী সবাই হয় দুঃখের সাথী নাই ।  ঐ

লেখার সময় : ২:৩০pm
তারিখ : ০৯.০৯.২০২১

মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

হাসপাতালে


হাসপাতালে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

হাসপাতালে লক্ষ্য করে
একটু দেখে যাও
দুনিয়ার এই মায়ার খেলা
দেখে শিক্ষা নাও ।

নানান রকম রুগী কেউ সুখি তো কেউ বা দুঃখি,
বহু জীবন কষ্টে কাটে নষ্ট হওয়ার ছবি দেখি ।
তবু মোরা চলেছি ছুটে ধোঁয়াশা স্বপ্ন নিয়ে,
জীবন থেকে ঝরে গেলো তাই মূল্যবান সময় ।

শিশু কাঁদে মা হারিয়ে মা কাঁদে শিশুর শোকে,
কতো মানুষ মারা যায় আজ ধুঁকে ধুঁকে ।
ডাক্তার বাবু হাসপাতালে নয় আছেন নার্সিংহোমে,
মানুষ কশাই ডাক্তার বাবু মানবতা ভুলে যায় ।

লেখার সময়:
22 থেকে 25 তারিখ

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ও ভাই

ও ভাই

তরিকুল ইসলাম খালাসী

মধ্যবেনা, বাদুড়িয়া


ও ভাই কাক হয়োনা 
হয়োনা তুমি মরোগ স্বভাবের,
মানুষ তোমায় বলবে না কেউ
এই সমাজে ।

ঘুরছে কতো মানুষ দেখো হায়নারি বেশে,
মানুষ নামের পরিচয়ে এই সমাজে মিশে ।
ভুলেও তুমি ওদেরই পথে
বলি যেওনা ।

কতো মানুষ মরছে দেখো এই দুনিয়ায়,
মরতে হবে মানুষ তবু কেমনে ভুলে যায় ।
সৃষ্টির সেরা মানুষ তুমি
কেন শ্রেষ্ঠ হলে না ।।

লেখার সময় : 8:20pm
তারিখ : 20.08.2021

রবিবার, ৮ আগস্ট, ২০২১

আসবে যখন ডাক

আসবে যখন ডাক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আসবে যখন ডাক  ছেড়ে যেতে হবে সব
ছিঁড়ে যাবে মায়ার বাঁধন,
আপন স্বজন বাপ  করবে মাতম সব
তবু সবাই করবে সেদিন দাফন ।

বুকের খাঁচার পরান পাখি উড়ে যাওয়ার আগে
নাজাত পেতে করো এবাদাত রাত জেগে জেগে  ।
সেদিন তো আর কেউ তো তোমার হবে না আপন
থাকবে সবাই দূরে দূরে দূরে থাকবে আপনজন ।

সাগর জলের মাঝে যখন মাঝি তুলে পাল
বাঁচার জন্য মাঝি ধরে শক্ত করে হাল
তেমনি তুমি ধরো হাল ফুরিয়ে যাবে দিন
জীবন পথে চলার আগে একটু ভেবে নিন ।।

লেখার সময় : 2:00pm
তারিখ : 06.08.2021

আমার প্রিয় মা


আমার প্রিয় মা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

মা তুমি
কত কষ্ট সহ্য করে,
এই দুনিয়ায়
আলো আমায় দেখালে ।
ওগো মা.. ওগো মা.. ওগো মা.. প্রিয় মা...

দশ মাস দশ দিন গর্ভে ধরে,
চুম্মা দিলে আমায় তুমি জন্মের পরে ।
করেছি জ্বালাতন সারাদিন ধরে,
ওগো মাগো তুমি যাওনি আমায় ছেড়ে ।

নিজে না খেয়ে মাগো আমারে খাওয়ালে
আজ কেন ছেড়ে আমায় তুমি  চলে গেলে,
করেছি জ্বালাতন সারাদিন ধরে
তবু মাগো তুমি যাওনি আমায় ছেড়ে ।

লেখার : 12:00am
তারিখ : 13.07.2021

কর্মী

কর্মী
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

কর্মী তুমি হও অনুগত
বিলাল হাবশী জায়েদের মতো ।
লক্ষ্য তারা ঝরবে তবু
কাফেরের পায়ে মাথা হবেনা নত ।

কর্মী তুমি হবে কান্ডারী
জীবনকে বাজি রেখে দেবে পাড়ি ।
দেখবে তুমি চোখে হাশরের ময়দান
এ জীবন হবে তোমার সোনার তরী ।

কর্মী তুমি হবে ন্যায়ের প্রতীক
শ্রেষ্ঠ নীতি নিয়ে হবে সামাজিক,
হামযা আলীর মতো হও নিষ্ঠাবান
ওমরের মতো হও নির্ভীক ।।

লেখার সময় : 8:40am
তারিখ: 08.08.2021

মানুষের বন্ধু


মানুষের বন্ধু
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

মানুষের বন্ধু মানুষ তুমি
সুখে দুঃখে সাথী সবার,
মানুষের বন্ধু মানুষ তুমি
গরিবের মুখে দাও তুলে খাবার । 

আমারা আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন, 
বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো তাইতো আজই করিছি পণ ।

খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান
চাই সবার অধিকার,
মানুষের বুক জুড়ে থাকবো মোরা
এই তো মোদের  অঙ্গীকার ।
এসো মিলেমিশে মানুষের পাশে
শপথ করি সাথে থাকবার ।

আমারা আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন,
বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো তাইতো আজই করেছি পণ ।

আর কতদিন গরীব দুঃখি
থাকবে বেঁচে ওই পথের ধারে,
আমরা মানুষ কিসের মানুষ
জীবন যদি কাটে অনাহারে ।
এসো কাধে কাধ মিলে আমরা সবাই
এগিয়ে চলি পথ দূর লিবার

আমারা আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন, 2বার
বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো তাইতো আজই করেছি পণ ।

লেখার সময় : 7:40am
তারিখ: 4.08.2021

হারিয়ে যাওয়ার পথ গুলি সব

হারিয়ে যাওয়ার পথ গুলি সব
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

হারিয়ে যাওয়ার পথ গুলি সব বন্ধ করে দাও
সঠিক পথের পথিক তুমি আমাকে বানাও।  2বার
দু'দিনের এই জীবন পেয়ে সময় দিনে যাচ্ছে ক্ষয়ে , 2
নষ্ট হওয়ার আগে তুমি আমাকে পথ দেখাও । 1/2 ঐ

হুকুম তুমি দিলে যেথায় সেথায় আমায় রাখো
আদেশ মতো গড়বো জীবন লাগবে সময় যতো। 2
সাহাবাদের সাথী হওয়ার সুযোগ করে দাও,  2
জীবন পথে চলতে তুমি পথের সাথী হও ।  2 ঐ

যার হুকুমে সূর্য ওঠে পূবের আকাশে,
ফুলের কুঁড়ি পাপড়ি মেলে ফুল গুলি হাসে, 2বার
নিয়ম কানুন চলছে মেনে জীবনে বিনাশে,  2
সেই পথেরই পথিক হবো পথটি খুলে দাও।
জানি তুমি দুঃখের সময় সুখের সাথী হও । 2  ঐ

লেখার সময় : 8:30am
তারিখ : 07.08.2021

আমার ফুরিয়ে যাবে যেদিন

আমার ফুরিয়ে যাবে যেদিন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমার ফুরিয়ে যাবে যেদিন আসবে আঁধার নেমে
জীবন নামের ঘড়িটা সেদিন হঠাৎ যাবে থেমে ।
খালি হাতে যেতে হবে এই ভুবন ছেড়ে
জীবন যাপন করো তুমি মরণ কথা ভেবে ।

হায়রে জীবন মায়ায় বাঁধন যাকেই করি আপন
শূন্য করে যাবে চলে যতই করি যতন,
রক্তের মায়া বড়ই নিষ্ঠুর আপন শুধুই ভবে
স্বজন সাথী সেদিন আমায় সবাই ভুলে যাবে।

মিছে মায়া স্বপ্ন বিহীন গড়ছি বাড়ি গাড়ি
নেশার ঘোরে যাচ্ছি ভুলে দিতে হবে পাড়ি ।
তবু মাথায় আসে নারে মরণ এসে যায় কবে
সব কিছুই ছেড়ে ওভাই একলা যেতে হবে ।।

লেখার সময় :1:20pm
তারিখ: 08.08.2021

শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

আর একা নয়

আর একা নয়
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আর একা নয়
শক্তি জোগাও
সাহস বাড়াও (২)
বিপ্লব ডাকে তোমায় (২)

পদে পদে লাঞ্চিত আর কতদিন
আর কতদিন
বঞ্চিত মানুষ সব বাস্তু বিহীন
থাকবে আর কতদিন।
হয়েছে সময় রুখে দাড়াও (২)
আর দেরি নয়।
বিপ্লব ডাকে তোমায় (2)

ঘূর্ণিঝড়ের মতো আঁচড়ে পড়ো
দুর্নিতিকে ধ্বংস করো
ন্যায়নীতিকে ফিরিয়ে আনার জন্য,
তুমিই এই সব করতে পারো ।
তার তরে ভাই থাকতে সময়
আর দেরি নয় ।
বিপ্লব ডাকে তোমায় (2)

আমি নির্ভীক

আমি নির্ভীক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমি নির্ভীক, ও আমি নির্ভীক
আমি দেশের সৈনিক,
আমার দেশের জন্য আমি
হবো পারোমানিক ।

আমি সীমান্তের ওই কাঁটাতার,
আমি সাথী দুঃখ আছে যার ।
আমি জীবন দিয়ে হতে চাই
দেশের সঠিক নাগরিক ।

এসো হই দেশ গড়ার ওই কারিগর,
এসো শপথ করি দেশ বাঁচাবার ।
নিয়ম কানুন চলবো মেনে
হবো মোরা সামাজিক ।।

এসো ভাঙ্গি ধর্মের ওই ভেদাভেদ,
এসো গড়ি সম্প্রীতির মহান ক্ষেত ।
ফিতনা কারীর জানাও জানাই
সবাই মিলে ধিক ।।

লেখার সময় : 4:30pm
23.07.2021

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

আমরা দেখতে চাই না

আমরা দেখতে চায় না
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা দেখতে চাই না
অশান্ত সংঘাত সংকুল পরিবেশ,
আমরা দেখতে চাই না
আমার মায়ের সন্তান হোক নিরুদ্দেশ ।

আমরা দেখতে চাই না
হিন্দু মুসলিম শিখ ঈশাই হোক শ্রেণীবিদ্বেষ,
আমরা দেখতে চাই না
স্বৈরাচারী শাসন অধঃপতন হোক আমার দেশ ।

আমরা দেখতে চাই না
নিঃস্বার্থ মানুষ গুলো দিনের পর দিন হোক শেষ,
আমরা দেখতে চাই না
দেশের জন্য হোক ধ্বংসাত্মক এমন সমাবেশ ।

আমরা হই ন্যায়ের প্রতীক
রাখি নৈতিকতার উপর বিশ্বাস,
আমাদের সংগ্রাম চলবেই ততক্ষণ
বয়বে যতক্ষণ শ্বাস-প্রশ্বাস ।

আমাদের ভাবাবেগে আঘাত হেনে যারা
করতে চায় উল্লাস,
আমরাই গর্জে উঠবো এবার
করবো তাদের সর্বনাশ ।

মৃত্যুর ভয়ে পিছু না হয়ে
আমরা দেখাবো সাহস,
রক্তক্ষয়ী যুক্ত হলেও তবু
থাকবে মোদের দূঃসাহস । 

আমরা হিটলারের নিষ্ঠুরতা
প্রতিষ্ঠিত হতে দেয়নি আজ ইতিহাস,
আমরা জনগণ আমরাই দেশের ধন
দেখো আমরাই শান্তিপ্রিয় মানুষ ।

লেখার সময় : 7:30am
তারিখ : 14.07.2021

শনিবার, ১০ জুলাই, ২০২১

ধূমপান

ধূমপান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তোমরা যারা করো
দিনে রাতে ধূমপান,
জানতে যদি মানতে তুমি
মানুষ গুলোর বেমানান ।

গাজা খোর ওই পায় না রে ভাই
কারো কাছে সম্মান,
জাত নেশাখোর হয় যে দেখো পদে পদে অপমান ।
জানতে যদি মানতে তুমি মানুষগুলোর বেমানান।

মাদক নেশায় মত্ত হয়ে যারা পড়ে থাকে,
কুকুরগুলো প্রস্রাব করে দেয় যে ওদের মুখে।
তবুও তারা দম দিয়ে ভাই কেমনে হুকই দেয় টান ?
জানতে যদি মানতে তুমি মানুষগুলোর বেমানান ।

লেখার সময় : 09:05pm
তারিখ : 10.07.2021

শুক্রবার, ৯ জুলাই, ২০২১

দাও ফিরিয়ে সম্মান

 



দাও ফিরিয়ে সম্মান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

খাবার চাই খাবার দাও দেখো আমরা ক্ষুধার্ত,
নেই কেউ পাশে নেই আজ আমরা মর্মাহত ।

আমরা অর্থ চায়না চাই বাঁচার জন্য খাবার,
বয়ে যায় ঝড় এমন কে আছো দেখবার ।

ক্ষুধার জ্বালায় ক্ষুধা নিয়ে কেটে যায় সারাদিন,
অন্ন মুখে তুলে দিয়ে আমাদের বাঁচিয়ে নিন ।

রক্ত মাংসের দেহ যার বাঁচার আছে অধিকার,
সুস্থ জীবন দাও ফিরিয়ে দুঃখ আছে যার ।

তোমরা সবাই জানি সুস্থ জীবনে আছো সচ্ছল,
তোমাদের কাঁধেই চলাচল আমরা যারা দুর্বল ।

তবে কেন ফুট পথে হবে আমাদের স্থান,
বাঁচার জন্য খাবার চাই দাও ফিরিয়ে সম্মান ।

লেখার সময় : 4:45pm
তারিখ : 08.07.2021

উত্তেজিত

         উত্তেজিত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আজ দেখো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভেদাভেদ
আর বৈষম্যমূলক আচরণ,
ঘৃণা অত্যাচার অবিচার অনাচার মজলুম শিকার
জ্বলছে কুঠিরে দহন ।

অপমান অবজ্ঞা দলে দলে সংঘাত
হচ্ছে সৃষ্টি যেমন,
আধুনিক পুঁজিবাদী টাকায় পাওয়া যায় গদি
প্রতিষ্ঠিত সমাজে তেমন ।

চাই শুধু সম্পদ দাও ওদের অপবাদ
পেটে রাখো বঞ্চিত,
মাঠে হাটে রাস্তা সব কিছুই সস্তা
সুযোগে করো পদদলিত ।

ওদের কষ্ট দেখে করো উল্লাস উচ্ছ্বাস
হচ্ছে সবে অভ্যাস,
লাগলো গায় বিদেশের হাওয়া তাই
নষ্ট করছে বসবাস ।

সুন্দর সুসজ্জিত নষ্ট করার জন্য
প্রয়োজন একটি হুতমপেঁচার,
দেখো রাখছে পা উচ্চতর শ্রেণী
নিম্নতর শ্রেণীর মাথার ওপর ।।

সম্প্রদায় সম্প্রদায়ের বিরুদ্ধে আজ
হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধ,
ক্ষিপ্ত উত্তেজিত মরছে যুবক শত শত
একসাথেই হচ্ছে জব্দ  ॥

লেখার সময় : 9:45pm
তারিখ : 09.07.2021

হও মানবিক

হও মানবিক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি হও মানবিক,
হও পারিবারিক,
তবেই হবে আধুনিক তুমি
তবেই হবে সামাজিক ।

তুমি নায়ের শ্রেষ্ঠ নীতি হবে,
আধুনিকতার বীজ বুনতে হবে,
সত্যের শিখরে পৌঁছে গিয়ে
দীপ্ত আলো তোমায় জ্বালাতে হবে ।

তুমি হও ধার্মিক,
হও সত্য পথিক,
করো কাজ সঠিক সঠিক তবে
তুমিই হবে নির্ভীক ।

তুমি সত্যপথের নেতা হবে
পথহারাদের পথ দেখাবে,
ওদের পাশে থাকলে তুমি
এ জীবনেই তৃপ্তি পাবে ।

তুমি হও নিষ্ঠাবান,
হও সত্য পরায়ন,
তবেই পবে মূল্যায়ন দেখো
হবেই এবার সমাধান ।

লেখার সময় : 8:30am
তারিখ : 10.07.2021

মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

বাবা তুমি আমায় রেখে

বাবা তুমি আমায় রেখে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

বাবা তুমি আমায় রেখে কেমনে চলে গেলা,
দেখো তোমার ছোট্ট ছেলে কাঁদে সারা বেলা ।

রামিজ হাফিজ খেলছে দেখো বাবার হাত ধরে,
আমি একা থাকি বাবা কেমনে তুমি দূরে ।

বাবা তুমি আমার কাছে বড়ো শূন্যতা,
তুমি ছাড়া আজকে আমার শুনবে কে কথা ।

বাবা আমি মনের মাঝে এখনো তোমায় খুঁজি,
বাবা বলে ডাকতে বাবা কোথায় গেলে মুজি ।

বাবা তোমার কথা গুলো আমার মনে পড়ে
তখন বাবা কাঁদি আমি কাঁদি দু-চোখ ভোরে ।

পায় না খুঁজে বাবা তোমার আদর মাখা হাসি,
কোলে তুলে বলবে কে আজ তোমায় ভালবাসি ।

লেখার সময় : 8:50pm
তারিখ : 06.07.2021



সোমবার, ৫ জুলাই, ২০২১

বাবা ও আমার প্রিয় বাবা

বাবা ও আমার প্রিয় বাবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

রোদ গরমে কষ্ট করে বাবা এলো ঘরে,
আমার সুখের জন্যে বাবা জীবন দিলো অকাতারে ।
আজও সেই বাবার ডাকি আসেনা তবু ফিরে,
বাবা আমার চলে গেছে ওই অন্ধকার কবরে ।

বাবা ও আমার প্রিয় বাবা ভুলেনি তোমারে,
তুমি নেই বাবা আমার কষ্ট বুকের ভেতরে ।
নেয়নি খোঁজ আমার কেউ রাত যখন গভীরে,
তখন তুমিই নিলে খোঁজ এখন মনে পড়ে । 

বাবা আছে যাদের বেঁচে করোনা তাদের অবহেলা,
বাবা মানে শ্রেষ্ঠ জীবন সঠিক পথে চলা ।
বাবা হবো বাবার মতো আশা এই অন্তরে,
চলতে পারি প্রভু যেন বাবার পথটি ধরে ।।

লেখার সময় : 11:45 am
তারিখ : 06.07.2021

শুক্রবার, ২ জুলাই, ২০২১

জীবন্ত লাশ

জীবন্ত লাশ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ওদেরকে তুমি বানিও না আর
জীবন্ত লাশ,
ওরাও মানুষ বাঁচার জন্য
ন্যায় প্রশ্বাস ।

ওরা যেখানে সেখানে যাকে তাকে
যখন তখন করে বিশ্বাস,
কষ্ট মনে জমা রেখে তোমাদেরই
করে কাজ বারো মাস ।

নিয়মিত দু-বেলা দু-মুঠো খাওয়ার জন্য
ওরা রক্ত করে পানি,
তবুও তোমাদের ওই দু-চোখে
পড়ে আছে ছানি ।

দেখেও না দেখার ভান করে আছো
অর্থের পাহাড় নিয়ে,
ওদের অভাব ঘোঁচাবে কে আজ
একটু শান্তনা দিয়ে !

ভাগ্যের পরিহাসে আজ বাস্তু হীন
সুস্থ জীবন নেই যেমন, 
আদমের সন্তান তুমি তোমারো দায়িত্ব
ওদের প্রতি ঠিকই তেমন ।

আর কতোদিন থাকবে বলো তোমরা
এইভাবে দায়িত্ব হীন!
তুমি কি অস্বীকার করতে পারো
পৃথিবী শান্ত হবে একদিন ?

তাহলে বলো কেন এখনো ওরা
অনাহারে থাকবে,
এতিম মিস্কিন অসহায়দের
কবে ভাই বলে ডাকবে ? 

লেখার সময়: ১২:৪৫pm
তারিখ : ০২.০৭.২০২১

রবিবার, ২৭ জুন, ২০২১

ফাঁসির দড়ি

ফাঁসির দড়ি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

মমিন দেখো ফাঁসির দড়ি নিচ্ছে গলায় পরে,
এক আল্লার বিশ্বাস করে
জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।

মনে শুধু একটাই আশা হুকুম চলবে তার,
যার হুকুমে জ্বলবে আলো ঘুচবে অন্ধকার ।
মনের কথা ব্যক্ত করে...(২)তাই ফাঁসিতে ঝোলে,
এক আল্লার বিশ্বাস করে জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।

লক্ষ্য মায়ের ঝরছে সন্তান সত্য পথের উপর,
সুস্থ জীবন পাবে সবাই আশা মনের ভিতর ।
থাকবে না আর..(২) রাহাজানি এমন মনোবলে ।
এক আল্লার বিশ্বাস করে জীবন দিলো অকাতরে
সব কিছুকেই ভুলে ।

লেখার সময় : ৪:৫০ pm
তারিখ : ২৭.০৬.২০২১

শুক্রবার, ২৫ জুন, ২০২১

উপকার

উপকার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ডুবন্ত লোকের হাতটি ধরে
দাও না ডাঙ্গায় তুলে,
কষ্ট তোমার হলেও তুমি
যেওনা গো ফেলে ।

তাদের ওগো তোমার প্রতি
আস্তা অনেক আছে,
তাই তো ফিরে বারে বারে
তোমার কাছেই আসে ।

তাদের কষ্ট দেখে ওগো
কেমনে চুপ থাকবে তুমি,
একটু হাসি ওদের কাছে
লক্ষ্য করো অনেক দামি ।

খাস নিয়তে ওদের দিকে
দু হাত তুমি বাড়াও,
প্রশান্তি খুঁজে পাই আত্মা
তাই শান্তি পাও ।

দীর্ঘদিনের দীর্ঘ পথে
চলতে হবে তোমার,
একদিন জীবন শান্ত হবে
সেইদিন পাবেই উপকার ।

লেখার সময় :১২:১০ pm
তারিখ : ২৬.০৬.২০২১