শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

আর একা নয়

আর একা নয়
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আর একা নয়
শক্তি জোগাও
সাহস বাড়াও (২)
বিপ্লব ডাকে তোমায় (২)

পদে পদে লাঞ্চিত আর কতদিন
আর কতদিন
বঞ্চিত মানুষ সব বাস্তু বিহীন
থাকবে আর কতদিন।
হয়েছে সময় রুখে দাড়াও (২)
আর দেরি নয়।
বিপ্লব ডাকে তোমায় (2)

ঘূর্ণিঝড়ের মতো আঁচড়ে পড়ো
দুর্নিতিকে ধ্বংস করো
ন্যায়নীতিকে ফিরিয়ে আনার জন্য,
তুমিই এই সব করতে পারো ।
তার তরে ভাই থাকতে সময়
আর দেরি নয় ।
বিপ্লব ডাকে তোমায় (2)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন