হারিয়ে যাওয়ার পথ গুলি সব
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
হারিয়ে যাওয়ার পথ গুলি সব বন্ধ করে দাও
সঠিক পথের পথিক তুমি আমাকে বানাও। 2বার
দু'দিনের এই জীবন পেয়ে সময় দিনে যাচ্ছে ক্ষয়ে , 2
নষ্ট হওয়ার আগে তুমি আমাকে পথ দেখাও । 1/2 ঐ
হুকুম তুমি দিলে যেথায় সেথায় আমায় রাখো
আদেশ মতো গড়বো জীবন লাগবে সময় যতো। 2
সাহাবাদের সাথী হওয়ার সুযোগ করে দাও, 2
জীবন পথে চলতে তুমি পথের সাথী হও । 2 ঐ
যার হুকুমে সূর্য ওঠে পূবের আকাশে,
ফুলের কুঁড়ি পাপড়ি মেলে ফুল গুলি হাসে, 2বার
নিয়ম কানুন চলছে মেনে জীবনে বিনাশে, 2
সেই পথেরই পথিক হবো পথটি খুলে দাও।
জানি তুমি দুঃখের সময় সুখের সাথী হও । 2 ঐ
লেখার সময় : 8:30am
তারিখ : 07.08.2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন