আমরা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
আমরা পৃথিবীকে
জাগাবো, জাগাবো, জাগাবো
আমরা বঞ্চিত মানুষের পাশে এসে
দাঁড়াবো দাড়াবো দাড়াবো ।
ডাকছে তোমায় জেগে উঠো
কাঁপছে সবাই উঠে দেখো,
লক্ষ্যে তুমি পৌঁছে যাবে
নিরাশ হয়ো নাকো ।
আশা ছেড়ো না, উঠে যেওনা, হাঁটতে থাকো ওই পথে,
তুমি হাঁটতে থাকো ওই পথে
সপ্ন ভেঙ্গনা হতাশা হয়োনা লক্ষ্যে তোমার পৌঁছাতে হবে, লক্ষ্যে তোমার পৌঁছাতে হবে ।।
ডাকছে তোমায় জেগে উঠো কাঁপছে সবাই উঠে দেখো,
লক্ষ্যে তুমি পৌঁছে যাবে, নিরাশ হয়ো নাকো ।
তুমি ওদের ভয় পেওনা,
অধিকার তোমায় দেবে না,
ছিনিয়ে তোমার নিতে হবে,
তবেই তুমি জয়ী হবে ।
জ্বালিয়ে দাও তুমি সত্যের মশাল, আজ নতুবা কাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন