বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ওই পথে চলো


ওই পথে চলো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ওই পথে চলো, তুমি ওই পথে চলো,
যে পথে তোমার সোনার জীবন,
যে পথে তোমার আলোর জীবন
আছে ভবিষ্যত ।

সুপথ হারালে তুমি পাবে না নাজাত,
কাটবে দিন শুধু স্বপ্নে দিবারাত ।
মনের দ্বন্দ্ব ছাড়ো একটি রাস্তা ধরো
যে পথে তোমার সোনার জীবন
যে পথে তোমার আলোর জীবন
আছে ভবিষ্যৎ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন