আমি নির্ভীক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
আমি নির্ভীক, ও আমি নির্ভীক
আমি দেশের সৈনিক,
আমার দেশের জন্য আমি
হবো পারোমানিক ।
আমি সীমান্তের ওই কাঁটাতার,
আমি সাথী দুঃখ আছে যার ।
আমি জীবন দিয়ে হতে চাই
দেশের সঠিক নাগরিক ।
এসো হই দেশ গড়ার ওই কারিগর,
এসো শপথ করি দেশ বাঁচাবার ।
নিয়ম কানুন চলবো মেনে
হবো মোরা সামাজিক ।।
এসো ভাঙ্গি ধর্মের ওই ভেদাভেদ,
এসো গড়ি সম্প্রীতির মহান ক্ষেত ।
ফিতনা কারীর জানাও জানাই
সবাই মিলে ধিক ।।
লেখার সময় : 4:30pm
23.07.2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন