বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

তোমার নামে পাখিরা

তোমার নামে পাখিরা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া

তোমার নামে পাখিরা
গান গেয়ে যায়,
তোমার নামে ভোমরেরা
মধু দিয়ে যায়,
তোমার নামে ফুল সুরভী ছড়ায় ।

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

সাগরের ঢেউ দেখো
উত্তাল হয় তোমার নামে,
চাঁদ সূর্য নিয়ম মেনে
চলে তোমার হুকুমে  ।
তোমার নামে ঝরে পড়ে ঝর্ণা ধারা
আল্লাহু আল্লাহ  ।

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

সবুজের মাঠ বলে
গায় আমি তোমারই গান,
মানুষ তবে কেন ভুলে
হয়ে যায় বেঈমান ?
তোমার নামের গুজার করে বৃষ্টি ধারা
আল্লাহু আল্লাহ  ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
09/12/2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন