রবিবার, ৮ আগস্ট, ২০২১

আমার ফুরিয়ে যাবে যেদিন

আমার ফুরিয়ে যাবে যেদিন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমার ফুরিয়ে যাবে যেদিন আসবে আঁধার নেমে
জীবন নামের ঘড়িটা সেদিন হঠাৎ যাবে থেমে ।
খালি হাতে যেতে হবে এই ভুবন ছেড়ে
জীবন যাপন করো তুমি মরণ কথা ভেবে ।

হায়রে জীবন মায়ায় বাঁধন যাকেই করি আপন
শূন্য করে যাবে চলে যতই করি যতন,
রক্তের মায়া বড়ই নিষ্ঠুর আপন শুধুই ভবে
স্বজন সাথী সেদিন আমায় সবাই ভুলে যাবে।

মিছে মায়া স্বপ্ন বিহীন গড়ছি বাড়ি গাড়ি
নেশার ঘোরে যাচ্ছি ভুলে দিতে হবে পাড়ি ।
তবু মাথায় আসে নারে মরণ এসে যায় কবে
সব কিছুই ছেড়ে ওভাই একলা যেতে হবে ।।

লেখার সময় :1:20pm
তারিখ: 08.08.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন