ধূমপান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
তোমরা যারা করো
দিনে রাতে ধূমপান,
জানতে যদি মানতে তুমি
মানুষ গুলোর বেমানান ।
গাজা খোর ওই পায় না রে ভাই
কারো কাছে সম্মান,
জাত নেশাখোর হয় যে দেখো পদে পদে অপমান ।
জানতে যদি মানতে তুমি মানুষগুলোর বেমানান।
মাদক নেশায় মত্ত হয়ে যারা পড়ে থাকে,
কুকুরগুলো প্রস্রাব করে দেয় যে ওদের মুখে।
তবুও তারা দম দিয়ে ভাই কেমনে হুকই দেয় টান ?
জানতে যদি মানতে তুমি মানুষগুলোর বেমানান ।
লেখার সময় : 09:05pm
তারিখ : 10.07.2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন