শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ও ভাই

ও ভাই

তরিকুল ইসলাম খালাসী

মধ্যবেনা, বাদুড়িয়া


ও ভাই কাক হয়োনা 
হয়োনা তুমি মরোগ স্বভাবের,
মানুষ তোমায় বলবে না কেউ
এই সমাজে ।

ঘুরছে কতো মানুষ দেখো হায়নারি বেশে,
মানুষ নামের পরিচয়ে এই সমাজে মিশে ।
ভুলেও তুমি ওদেরই পথে
বলি যেওনা ।

কতো মানুষ মরছে দেখো এই দুনিয়ায়,
মরতে হবে মানুষ তবু কেমনে ভুলে যায় ।
সৃষ্টির সেরা মানুষ তুমি
কেন শ্রেষ্ঠ হলে না ।।

লেখার সময় : 8:20pm
তারিখ : 20.08.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন