শুক্রবার, ৯ জুলাই, ২০২১

হও মানবিক

হও মানবিক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি হও মানবিক,
হও পারিবারিক,
তবেই হবে আধুনিক তুমি
তবেই হবে সামাজিক ।

তুমি নায়ের শ্রেষ্ঠ নীতি হবে,
আধুনিকতার বীজ বুনতে হবে,
সত্যের শিখরে পৌঁছে গিয়ে
দীপ্ত আলো তোমায় জ্বালাতে হবে ।

তুমি হও ধার্মিক,
হও সত্য পথিক,
করো কাজ সঠিক সঠিক তবে
তুমিই হবে নির্ভীক ।

তুমি সত্যপথের নেতা হবে
পথহারাদের পথ দেখাবে,
ওদের পাশে থাকলে তুমি
এ জীবনেই তৃপ্তি পাবে ।

তুমি হও নিষ্ঠাবান,
হও সত্য পরায়ন,
তবেই পবে মূল্যায়ন দেখো
হবেই এবার সমাধান ।

লেখার সময় : 8:30am
তারিখ : 10.07.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন