ডানা ভাঙা পাখির কষ্ট
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
ডানা ভাঙা পাখির কষ্ট 2বার
কে বুঝিবে হায়,
সুখের সাথী সবাই হয়
দুঃখের সাথী নাইরে বন্ধু,
সুখের সাথী সবাই হয় দুঃখের সাথী নাই । ঐ
কষ্ট গুলো বুকে রেখে পাড়ি দেয় সুদূরে,
শূন্য পথে ভেসে ভেসে যায় যে তারা হারিয়ে । 2বার
এমন দুঃখের সময় সাথী (2) খুঁজে পাওয়া দায়,
সুখের সাথী সবাই হয়
দুঃখের সাথী নাইরে বন্ধু
সুখের সাথী সবাই হয় দুঃখের সাথী নাই । ঐ
রক্তের ভালবাসা যদি থাকে এই দুনিয়ায়,
হারিয়ে যাওয়ার পরে তারা জানি দুঃখ পাই । 2বার
মায়ার বাঁধন যবে থেকে (2) বিলুপ্ত হয় ।
সুখের সাথী সবাই হয়
দুঃখের সাথী নাইরে বন্ধু
সুখের সাথী সবাই হয় দুঃখের সাথী নাই । ঐ
লেখার সময় : ২:৩০pm
তারিখ : ০৯.০৯.২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন